এক্সপ্লোর
বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় চোখ কপালে তোলা ফল, ফেল ৬২ শতাংশ

পটনা: বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই ফল রীতিমতো হতবাক করে দিয়েছে অভিভাবকদের ও শিক্ষামহলকে। ৬২ শতাংশ পরীক্ষার্থীই ফেল করেছে। ফলাফলের বিশ্লেষণে দেখা দিয়েছেন বিজ্ঞান শাখায় পরীক্ষার্থীদের ৭০ শতাংশই উত্তীর্ণ হতে পারেনি। কলা বিভাগে ফল তো আরও খারাপ। ৭৬ শতাংশ পরীক্ষার্থী ব্যর্থ। বিশেষজ্ঞরা বলছেন, এই ফলাফল বিহারে শিক্ষাব্যবস্থার প্রকৃত দশা সম্পর্কে চোখ খুলে দেওয়ার মতো। গত বছরের টপার স্ক্যামের ঘটনার পর এবার টোকাটুকির মতো বেনিয়ম রুখতে এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ওয়াকিবহাল মহল মনে করছে, এর ঠেলাতেই বেরিয়ে পড়েছে রাজ্যের পড়াশোনার হাড় জিরজিরে চেহারাটা। মুখ রেখেছে শুধুমাত্র বাণিজ্য শাখার পরীক্ষার্থীরা। এই শাখায় পাশের হার ৭৩.৭৬ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাশের হার ৩০.১১ শতাংশ। প্রাপ্ত গড় নম্বরের হার ৪৪.৬৬ শতাংশ। প্রথম স্থান বিজ্ঞান শাখার খুশবুর। প্রাপ্ত নম্বর ৮৬.২ শতাংশ। গত বছর বিজ্ঞান বিভাগে পাশের হার ছিল ৬৭.০৬ শতাংশ। কলা বিভাগে ৮০.৮৭ শতাংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















