এক্সপ্লোর
Advertisement
এবার মদের খোঁজে বিশেষ প্রশিক্ষিত কুকুর আনছে বিহার প্রশাসন
পটনা: বোমা বা বিস্ফোরক নয়, বিহারে এবার মদ ঢুঁড়ে বার করবে কুকুর। এ জন্য তেলঙ্গানা থেকে ২০টা বিশেষ প্রশিক্ষিত কুকুরছানা আনাচ্ছে তারা।
এখন ওই কুকুরছানাদের প্রশিক্ষণ চলছে তেলঙ্গানার ইনটেলিজেন্স ইনটিগ্রেটেড ট্রেনিং অ্যাকাডেমিতে। কীভাবে অ্যালকোহলের গন্ধ শুঁকে তা খুঁজে বার করা যায় তা হাতে কলমে শিখছে তারা। এ ধরনের কুকুর বেশ কিছুদিন ধরে খুঁজছিল বিহার সরকার, শেষমেষ তারা জানতে পেরেছে তেলঙ্গানা পুলিশ তাদের কুকুরদের বিস্ফোরক খুঁজে বার করার পাশাপাশি মদর খুঁজে বার করারও প্রশিক্ষণ দেয়।
২ বছরের বেশি সময় ধরে মদ নিষিদ্ধ বিহারে। ধরা পড়লে শাস্তি অনিবার্য। তবু লুকিয়ে চুরিয়ে মদ খাওয়া চলছেই। এবার তার ওপরেও খড়গহস্ত হয়ে নীতীশ কুমার সরকারের এই প্রশিক্ষিত কুকুর আনার সিদ্ধান্ত। বিহার পুলিশ জানিয়েছে, ২০টা ছানা এখন তেলঙ্গানা থেকে মদের গন্ধ শুঁকে তা খুঁজে বার করা শিখছে। এ জন্য লাগবে ৮-৯ মাস। কোর্স সম্পূর্ণ হলে বিহারে এসে বেআইনি মদ খুঁজে বার করার কাজে লাগবে তারা। তাদের ছড়িয়ে দেওয়া হবে পটনা, মুজফফরপুর, দ্বারভাঙা ও ভাগলপুরে।
এই কুকুররা সাফল্য পেলে তেলঙ্গানা থেকে এ ধরনের আরও কুকুর নিয়ে আসবে বিহার সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement