এক্সপ্লোর
Advertisement
নোট বাতিল ভাল কাজ, মানুষকে ঠিকমতো বোঝাতে পারেননি বিজেপি কর্মীরা: বেঙ্কাইয়া
হায়দরাবাদ: জনসাধারণকে নোট বাতিলের সিদ্ধান্তের ইতিবাচক দিকগুলি ঠিকমতো বোঝাতে পারেনি বিজেপি। বললেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। এজন্য দলীয় কর্মীদের দিকে আঙুল তুলেছেন তিনি।
মহারাষ্ট্র পুরভোটে বিজেপির জয় উদযাপনে পার্টির তেলঙ্গানা শাখার অনু্ষ্ঠানের পর তিনি সাংবাদিকদের বলেন, একটা বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত। নোট বাতিলের সুফলগুলি জনগণকে ঠিকঠাক বোঝাতে পারেননি বিজেপি কর্মীরা। তাঁদের দুর্বলতা এটা। আমাদের এটা মানতে হবে। বরং অপ্রত্যাশিত ভাবে কিছু মহলের ভূমিকায় পরোক্ষে লাভ হয়েছে আমাদের। কংগ্রেস, কমিউনিস্টরা সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করায় লোকে ভাবতে শুরু করল, তাহলে নিশ্চয়ই গোটা বিষয়টার কিছু একটা ভাল দিক আছে। কেননা তাঁরা এটা বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় মানুষের স্বার্থে ব্যবস্থা নেন।
তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, বিহার সরকার সরকারের বড় অঙ্কের নোট বাতিলের সিদ্ধান্ত সমর্থন করেছে বলে জানিয়ে বেঙ্কাইয়া বিরোধীদের উদ্দেশ্যে মন্তব্য করেন, আপনারা এর বিরোধিতা করেছেন। আপনারা নিজেরাই জানেন না, কী বলছেন।
বিজেপি সর্বভারতীয় দল হয়ে উঠছে, বর্তমানে তার সদস্য সংখ্যা ১১ কোটি, উল্টো দিকে ক্রমশ শক্তিক্ষয়ের ফলে কংগ্রেস এখন স্রেফ 'একটা ধারণায় পরিণত হয়েছে' বলেও কটাক্ষ করেন তিনি।
মহারাষ্ট্রের সাফল্য দেখিয়ে তেলঙ্গানাতেও একইরকম ফল দেখাতে দলীয় কর্মীদের ঘাম ঝরানোর ডাক দেন বেঙ্কাইয়া। বলেন, বিশ্বের যে কোনও দলের থেকে বেশি পার্টিকর্মী আমাদের। এ দেশেও এক নম্বর দল আমরা। তবে এখনও অনেক জায়গা আছে যেখানে দলের বিস্তার ঘটাতে হবে।
তথ্য পরিসংখ্যান হাজির করে বেঙ্কাইয়া ওড়িশা ও তেলঙ্গানায় বিজেপি প্রধান বিরোধী দল তো হবেই, ক্ষমতায়ও আসতে পারে বলে দাবি করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement