এক্সপ্লোর
Advertisement
হার্দিকের প্রস্তাব হালে পানি পাবে না, বলল বিজেপি
নয়াদিল্লি: গুজরাতের উপমুখ্যমন্ত্রী নীতিন পটেলকে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন পাতিদার নেতা হার্দিক পটেল। কিন্তু তাঁর ওই প্রস্তাব হালে পানি পাবে না বলে দাবি বিজেপি নেতাদের। বিজেপি বলেছে, তাদের দলের নেতা বিশ্বস্ত এবং তাঁদের কেউ প্রলোভিত করতে পারবে না।
বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, হার্দিকের ওই প্রস্তাবকে এত পাত্তা দেওয়ার কিছু নেই। কারণ, পাতিদার নেতা ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। স্বামী বলেছেন, 'হার্দিক পটেলের কথায় আমি কোনও গুরুত্ব দিতে চাই না। কারণ, হার্দিক ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। আমি মনে করি, নীতিন আমাদের পুরানো কর্মী এবং তাঁকে অখুশি করা যায় না। যদি তিনি অসন্তুষ্ট হন, তাহলে তা আমাদের দেখতে হবে এবং ওই অসন্তোষ দূর করতে হবে'।
বিজেপি নেতা মুরলিধর রাও-ও হার্দিককে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, 'বিজেপি কংগ্রেস নয়। আমাদের দলে নেতারা বিশ্বস্ত এবং সত্। তাঁদের প্রলোভিত করা যায় না। আমরা আমাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধানে সক্ষম'।
গতকাল হার্দিক বলেছিলেন, নীতিনের সঙ্গে অন্যায় হয়েছে। তাঁর মতো প্রবীণ রাজনীতিবিদকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। ২৭ বছর ধরে বিজেপি-র জন্য কঠোর পরিশ্রমের পরেও তাঁকে প্রাপ্য সম্মান জানানো হয়নি। তিনি ১০ জন বিধায়ক নিয়ে কংগ্রেসে চলে আসুন, তাঁকে সম্মানের সঙ্গে পুনর্বাসন দেওয়া হবে।
রাজ্যের নয়া মন্ত্রিসভায় তাঁর গুরুত্ব হ্রাস নিয়ে নীতিন ক্ষুব্ধ হয়েছেন বলে খবর। ক্ষোভ এতটাই, যে গাঁধীনগরে নিজের সচিবালয়েও আসেননি তিনি। এরই পরিপ্রেক্ষিতে হার্দিক ওই প্রস্তাব দিয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement