এক্সপ্লোর
Advertisement
বছরের পর বছর চলছিল, তোষণ ও ভোট ভোটব্যাঙ্ক রাজনীতির অবসান ঘটিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, বললেন নকভি
লখনউ: গত বেশ কয়েক বছর ধরে চলে আসছিল, তবে কেন্দ্রে ক্ষমতায় এসে বিজেপি তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতির অবসান ঘটিয়েছে বলে দাবি করলেন মুখতার আব্বাস নকভি। ৯টি রাজ্যের সংখ্যালঘু বিষয় সংক্রান্ত মন্ত্রীদের নিয়ে সমন্বয় সাধনের বৈঠকে তিনি ভাষণে বলেন, বছরের পর বছর ধরে যে তোষণ, ভোটব্যাঙ্কের রাজনীতি চলছিল, তা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। কোনও তোষণ না করে ক্ষমতায়ন আর সমাজের সব অংশকে মর্যাদা দিয়ে উন্নয়ন ঘটানোই আমাদের নীতি।
কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী দাবি করেন, নরেন্দ্র মোদী সরকার সবাইকে সামিল করে উন্নয়ন ঘটানোর দায়বদ্ধতা নিয়ে কাজ করছে। সার্বিক সমৃদ্ধির ফলে এটা সুনিশ্চিত করা গিয়েছে যে, সংখ্যালঘু মানুষ সহ সমাজের সব অংশের লোকজন উন্নয়ন প্রক্রিয়ায় সমান অংশীদার হতে পারবেন। এই পলিসির ফলে সংখ্যালঘুরাও উন্নয়ন যজ্ঞে সমান ভাবে যোগ দিচ্ছেন। ২০১৪-য় কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংখ্যালঘুদের অংশগ্রহণ ছিল প্রায় ৫ শতাংশ, ২০১৭-য় তা বেড়ে হয়েছে ১০ শতাংশ। এ বছরের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রায় ১২৫ জন সংখ্যালঘু যুবক-যুবতীকে বাছাই হয়েছেন, যাঁদের মধ্যে মুসলিম ৫২ জন।
সংখ্যালঘুদের জন্য বরাদ্দ নানা শিক্ষা, স্কিল বাড়ানো, বৃত্তিমূলক স্কিমের রূপায়ণের কী হাল, তা জানতে এবং তৃণমূলে সেগুলি কী করে আরও ভাল ভাবে কার্যকর করা যায়, তার সুফল সঠিক প্রাপকদের হাতে যায়, সে ব্যাপারে রাজ্যগুলির সুপারিশ গ্রহণ করতে ডাকা হয় ওই বৈঠক।
সংখ্যালঘুদের জন্য বরাদ্দ প্রকল্প রূপায়ণে বেশিরভাগ রাজ্যই ভাল কাজ করছে বলে জানান নকভি। সেইসঙ্গে বলেন, বিভিন্ন উন্নয়নমূলক স্কিম রূপায়ণের ওপর নজরদার হিসাবে কাজ করছেন সংখ্যালঘু মন্ত্রকের ২৮০-র বেশি পর্যবেক্ষণকারী কর্তা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement