এক্সপ্লোর
Advertisement
কর্ণাটকে সরকার গড়ছে বিজেপি, কাল সকালে শপথ মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার, ট্যুইট দলীয় বিধায়কের
নয়াদিল্লি: সব জল্পনার অবসান। কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, সবচেয়ে বেশি আসন পাওয়া বিজেপি-ই সরকার গড়তে চলেছে। আগামীকাল সকাল সাড়ে ৯টায় রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন বিএস ইয়েদুরাপ্পা। ট্যুইট করে এমনই জানিয়েছেন রাজাজিনগরের বিজেপি বিধায়ক সুরেশ কুমার। সূত্রের খবর, কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালের পক্ষ থেকে ইয়েদুরাপ্পাকে শপথগ্রহণের বিষয়ে চূড়ান্ত সম্মতির কথা জানানো হবে।
গতকাল বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই কর্ণাটকে সরকার গঠন নিয়ে শুরু হয় টানাপোড়েন। জেডিএস-কে নিঃশর্ত সমর্থন করার কথা জানিয়ে সরকার গড়ার আহ্বান জানায় কংগ্রেস। পাল্টা বিজেপি-ও সরকার গড়ার দাবি জানায়। আজ রাজ্যপাল বাজুভাই ভালার সঙ্গে দেখা করেন বিজেপি পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়া ইয়েদুরাপ্পা। তিনি বলেন, বিজেপি বৃহত্তম দল হওয়ায় তাঁদেরই সরকার গড়তে দিতে হবে। তখন রাজ্যপাল জানান, তিনি দ্রুত উপযুক্ত সিদ্ধান্তের কথা জানাবেন। এরপর এইচডি কুমারস্বামীর নেতৃত্বে জেডিএস ও কংগ্রেস নেতারাও রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তাঁরা ১১৭ জন বিধায়কের তালিকা তুলে দিয়ে সরকার গড়ার দাবি জানান। তবে শেষপর্যন্ত বিজেপি-ই সরকার গড়তে চলেছে।ಬಿಜೆಪಿ ಶಾಸಕಾಂಗ ಪಕ್ಷದ ನಾಯಕರನ್ನಾಗಿ ಶ್ರೀ ಬಿ ಎಸ್ ಯಡ್ಯೂರಪ್ಪನವರನ್ನು ಆಯ್ಕೆ ಮಾಡಲಾಗಿದೆ. pic.twitter.com/S8vKNoDPKs
— Sureshkumar (@nimmasuresh) May 16, 2018
ಇಂದು ಗೆಳೆಯ ಬಿ.ಎನ್. ವಿಜಯಕುಮಾರ್ ರವರ ವೈಕುಂಠ ಸಮಾರಾಧನೆ. (ದಿವಂಗತ ಎಂದು ಸಂಭೋಧಿಸುವುದಕ್ಕೆ ಮನ ಒಪ್ಪುತ್ತಿಲ್ಲ). ನಮಿಸಿ ಬಂದೆ. ನಿನ್ನೆ ಅವರ ವಿಜಯೋತ್ಸವ ನಡೆಯಬೇಕಿತ್ತು. ಆ ಭಾಗ್ಯ ನಮದಾಗಲಿಲ್ಲ. pic.twitter.com/JC4AIdfqgz
— Sureshkumar (@nimmasuresh) May 16, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement