এক্সপ্লোর
Advertisement
রাষ্ট্রপতি পদপ্রার্থী কোবিন্দ: 'একতরফা' সিদ্ধান্ত বিজেপির, ক্ষোভ কংগ্রেসের, বিরোধী শিবির পাল্টা দাঁড় করাচ্ছে মীরা কুমারকে?
নয়াদিল্লি: রামনাথ কোবিন্দকে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণার সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, বামেরা। বিজেপি-র সিদ্ধান্ত 'একতরফা' আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। বিজেপি সভাপতি অমিত শাহ সোমবার কোবিন্দের নাম ঘোষণা করে সনিয়া গাঁধী ও বিরোধী নেতাদের সঙ্গে আগে কথা বলে তাঁদের প্রার্থীকে সমর্থনের আবেদন করেছেন বলে জানানোর কয়েক ঘন্টার মধ্যেই এই প্রতিক্রিয়া কংগ্রেসের।
শোনা যাচ্ছে, বিরোধীরা সর্বসম্মতির ভিত্তিতে মীরা কুমারকে পাল্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করতে চলেছেন। ২২ জুন তাঁরা এ ব্যাপারে বৈঠকে বসছেন। ২৩ তারিখ মনোনয়ন জমা দেবেন কোবিন্দ। বিরোধী জনতা দল (ইউনাইটেড) নেতা শরদ যাদব বলেন, এনডিএ তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে। তা নিয়েও কথা বলব আমরা।
বিজেপি সভাপতির বিরোধী নেতাদের সঙ্গে কোবিন্দের ব্যাপারে আলোচনার দাবি উড়িয়ে আজাদ বলেন, আগাম আমাদের কিছুই জানানো হয়নি এ ব্যাপারে। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর জানতে পারি আমরা। বিজেপি নেতারা বিরোধীদের সঙ্গে কথা চালানোর যে উদ্যোগ নিয়েছেন, তা নিছকই আনুষ্ঠানিকতা, জনসংযোগ প্রক্রিয়া। উচিত ছিল, প্রার্থীর নাম বলে দেওয়ার আগে ঐকমত্য গড়ে তোলা। কিন্তু ওরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাল। ফলে এখন ঐকমত্যের কোনও জায়গা রইল না। শাসক দলের কাছে এমন প্রত্যাশা ছিল না। কিন্তু এটা ওদের ব্যাপার। একপেশে সিদ্ধান্ত নিয়েছে, নিক।
যদিও দলিত কোবিন্দকে প্রার্থী করা ঠিক হয়েছে, না হয়নি, সে ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি আজাদ।
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি জানান, বিরোধীরা একজোট হয়ে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়ে লড়বে।
সিপিআই নেতা ডি রাজার দাবি, বিজেপি সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাই করতে যে তিন সদস্যের কমিটি গড়েছে, তার সদস্য ২ কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ ও বেঙ্কাইয়া নাইডু কোনও নাম তাঁদের কাছে প্রস্তাব করেননি। এখন ওরা আরএসএসের সঙ্গে অতীতে যোগ থাকা একজনের নাম জানিয়ে দিল। অমিত শাহের ঘোষণার পর বেঙ্কাইয়া নাইডু তাঁকে ফোন করে সমর্থন চান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement