এক্সপ্লোর
কেরলে বিজেপি দফতরে ভাঙচুর, পাল্টা সিপিএম সম্পাদকের ছেলের বাড়িতে হামলা

তিরুঅনন্তপুরম: কেরলে ফের শাসক দল সিপিএম ও বিজেপি-র বিরুদ্ধে একে অপরকে আক্রমণের অভিযোগ উঠল। শুক্রবার বিজেপি দফতরে হামলা চালানোর অভিযোগ উঠেছে সিপিএম-এর ছাত্র ও যুব শাখার বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে আই পি বিনু নামে এক কাউন্সিলর সহ চারজনকে। বিনু সহ দুই কর্মীকে সাসপেন্ড করেছে সিপিএম। পাল্টা সিপিএম রাজ্য সম্পাদক কোদিয়েরি বালকৃষ্ণণের ছেলে বিনেশ কোদিয়েরির ছেলের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। এই হামলা-পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে তিরুঅনন্তপুরমের বিভিন্ন অংশে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আগামী তিন দিন মিটিং, মিছিল ও বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তিরুঅনন্তপুরমের পুলিশ কমিশনার জি সপারজন কুমার বলেছেন, আজ সকালে মোটরবাইকে চড়ে পাঁচজন বিজেপি দফতরে গিয়ে পাথর ছুঁড়তে থাকে। তারা বেসবল ব্যাট দিয়ে সেখানে রাখা গাড়িগুলিও ভাঙচুর করে। সিসিটিভি ফুটেজে বিনুকে দেখা গিয়েছে। এর কয়েক ঘণ্টা পরেই বালকৃষ্ণণের ছেলের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি-আরএসএস কর্মীদের বিরুদ্ধে। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। গত কয়েকদিন ধরেই কেরলের বিভিন্ন স্থানে সিপিএম ও বিজেপি-র মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। সিপিএম কর্মীদের বাড়িতে হামলা এবং সম্পত্তি নষ্টের অভিযোগে বিজেপি-র যুব শাখার ৬ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বালকৃষ্ণণের অভিযোগ, বিজেপি নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই হামলা চালানো হয়েছে। বিজেপি নেতাদের অগোচরে তাঁর ছেলের বাড়িতে হামলা চালানো হয়নি। বিরোধী দলের দফতরে হামলা চালানো সিপিএম-এর সংস্কৃতি নয়। আরএসএস দলীয় কর্মীদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে। সিপিএম রাজ্যে শান্তি বজায় রাখতে চায়। বিজেপি-র পাল্টা অভিযোগ, কেরলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। হামলার সময় দফতরে ছিলেন রাজ্য সভাপতি কুমানাম রাজশেখরন। তিনিই হামলার লক্ষ্য ছিলেন। ডিওয়াইএফআই ও এসএফআই কর্মীরা হামলার সঙ্গে যুক্ত ছিল। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের উচিত এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















