এক্সপ্লোর
অভিষেকের বাসভবনে মমতা-কেজরীবালের বৈঠকের সময় বিজেপি বিধায়ক-সাংসদের বিক্ষোভ

নয়াদিল্লি: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরীবালের বৈঠকের সময় বিজেপির এক সাংসদ এবং এক বিধায়কের বিক্ষোভ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আজ সাড়ে ছ’টা নাগাদ বাংলা ও দিল্লির মুখ্যমন্ত্রী বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন সেখানে হাজির হন দিল্লি থেকে বিজেপির সাংসদ প্রবেশ বর্মা এবং বিধায়ক মনিন্দরজিৎ সিংহ সিরসা। দিল্লির জল সমস্যা নিয়ে স্মারকলিপি জমা দিতে তাঁরা অরবিন্দ কেজরীবালের সঙ্গে দেখা করতে চান। বাধা দিলে কেজরি-বিরোধী স্লোগান দিতে থাকেন। বিজেপির সাংসদ-বিধায়কের এমন আচরণের তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, দিল্লির জল সমস্যা নিয়ে কেজরীবালের সঙ্গে তাঁর কথা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, শীঘ্রই সমস্যা মিটে যাবে। কিন্তু, এ ভাবে বিক্ষোভ দেখানো ঠিক নয়। সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচন এবং মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ নিয়েও এ দিনের বৈঠকে মমতা-কেজরীবালের কথা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















