এক্সপ্লোর
Advertisement
‘নার্সারিতে ভর্তির সময় জন্য লাখ টাকা দিতে অসুবিধা নেই, উচ্চশিক্ষার জন্য ৫০ হাজার টাকা দিতেই সমস্যা!’ জেএনইউ-য়ে ফি বৃদ্ধির পক্ষে সওয়াল বিজেপি সাংসদের
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-তে পড়ুয়াদের ফি বৃদ্ধিকে যুক্তিসঙ্গত আখ্যা দিলেন বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ জিভিএল নরসিমা রাও। তিনি বলেছেন, এই সিদ্ধান্তের বিরোধিতা তাঁরাই করছেন, যাঁদের শিশুদের এক বছরে এক লক্ষ টাকা ফি দিতে অসুবিধা নেই, কিন্তু উচ্চশিক্ষার জন্য ৫০ হাজার টাকা দিতে সমস্যা হচ্ছে।
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-তে পড়ুয়াদের হস্টেল ফি বৃদ্ধি সমর্থন করলেন বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ জিভিএল নরসিমা রাও। তিনি বলেছেন, এই সিদ্ধান্তের বিরোধিতা তাঁরাই করছেন, যাঁদের বাচ্চার স্কুল বছরেে এক লক্ষ টাকা ফি দিতে অসুবিধা নেই, কিন্তু উচ্চশিক্ষার জন্য ৫০ হাজার টাকা দিতেই সমস্যা হয়!
জেএনইউ-তে ফি বৃদ্ধির ইস্যুতে রাজ্যসভায় বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সভার দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হওয়ার পর সংসদ ভবন চত্বরে রাও বলেছেন, মানব সম্পদ উন্নয়নমন্ত্রক এই বিষয়ে সমস্ত দিক বিবেচনার জন্য একটি কমিটি গঠন করেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসন পড়ুয়াদের সঙ্গে কথা বলার ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন। কিন্তু গতকাল ছাত্ররা আইন ভেঙে যেভাবে হিংসাত্মক বিক্ষোভ দেখিয়েছেন, তাতে লোকের মনে আশঙ্কা দেখা দিয়েছে যে, এই আন্দোলন পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিজেপি সাংসদ বলেছেন, সময়ের চাহিদা মেনে ফি নির্ধারণ কি ন্যায্য দাবি নয়? যাঁরা দিল্লিতে নার্সারির পড়াশোনার জন্য তাঁদের বাচ্চার জন্য বছরে এক লক্ষ টাকা ফি দেন, তাঁদের কি দশ, বিশ টাকা ফি দেওয়ার দাবি করা যুক্তিসঙ্গত? এঁরা উচ্চশিক্ষার জন্য ৬০ হাজার টাকা দিতে পারেন না?
রাও আরও বলেছেন, যে কোনও দাবি নিয়েই সংসদের কার্যাবলী ব্যাহত করা আসলে দেশের মানুষের প্রতিই অন্যায়। তিনি বলেছেন, শিক্ষাক্ষেত্রে বঞ্চিত শ্রেণির শিশুদের অগ্রাধিকার সরকারের নীতি। তিনি বলেছেন, এটা আলোচনার বিষয়। সরকার কারও ওপর কিছু চাপিয়ে দিচ্ছে না। পড়ুয়া ও সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সঙ্গে কথা বলা করা উচিত।
উল্লেখ্য, ফি বৃদ্ধির প্রতিবাদের জেএনইউ-র পড়ুয়ারা সোমবার সংসদ অভিযানের কর্মসূচি পালন করে। কিন্তু পড়ুয়াদের বিশ্ববিদ্যালয় চত্ববেব কিছুটা দূরেই পুলিশ বলপূর্বক আটকে দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement