এক্সপ্লোর
Advertisement
তাজমহল আসলে শিব মন্দির, শাহজাহান দখল করেছিলেন, দাবি বিনয় কাটিয়ারের
নয়াদিল্লি: তাজমহল আদতে ভগবান শিবের মন্দির ছিল। তা দখল করেন মুঘল শাসক শাহজাহান। বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার এমনই মন্তব্য করেছেন।
উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের ‘তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক’ মন্তব্য ঘিরে জলঘোলা হচ্ছে এমনিতেই। এবার বিতর্ক নতুন করে উসকে দিলেন রীতিমত বিতর্কিত নেতা বিনয় কাটিয়ার। তিনি বলেছেন, তাজমহল আসলে তেজো মহল। ভগবান শঙ্করের মন্দির। শাহজাহান ওখানেই নিজের স্ত্রীকে কবর দেন। তাঁর দাবি, হিন্দু রাজারা তেজো মহল নির্মাণ করেছিলেন। ওই মন্দির এত বিখ্যাত ছিল যে শাহজাহান তা দখল করেন।
মুজফফরনগর দাঙ্গার অন্যতম অভিযুক্ত সঙ্গীত সোম সোমবার বলেন, তাজমহল বিশ্বাসঘাতকদের তৈরি, তা ভারতীয় সংস্কৃতির কলঙ্ক। তাঁর বক্তব্য, উত্তরপ্রদেশ সরকারের পর্যটন পুস্তিকায় তাজমহল নেই বলে অনেকে হতাশ। কিন্তু কোন ইতিহাসের কথা বলা হচ্ছে? তাজমহলের স্রষ্টা তো নিজের বাবাকে বন্দি করেছিলেন। হিন্দুদের শেষ করে দিতে চেয়েছিলেন। যদি এরা আমাদের ইতিহাসের অংশ হয় তবে তা অত্যন্ত দুঃখের, সেই ইতিহাস বদলাতে হবে।
যদিও গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দিয়েছেন, সঙ্গীতের সঙ্গে একমত নন তিনি, তাজমহল ও লালকেল্লা ভারতের ঐতিহ্যের অংশ। ভারতীয় শ্রমিকদের ঘামরক্ত দিয়ে এ সব সৌধ তৈরি, তাই এগুলির রক্ষণাবেক্ষণ করা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement