এক্সপ্লোর
Advertisement
বিজেপি বিধায়ক অঙ্গুরলতার যে ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, তার সত্যিটা জানলে চমকে যাবেন
নয়াদিল্লি: সম্প্রতি টুইটার ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অসমের বিজেপি বিধায়ক অঙ্গুরলতা ডেকার একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি ফ্রেমে অঙ্গুরলতা দেবী ভারতীয় পোশাকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছেন। যে ছবিটি টুইটারে ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এক সুন্দরী তরুণী ব্যায়ামের পোশাকে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু যে সুন্দরী মহিলার ছবিটি অঙ্গুরলতার ছবির সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে, সেটা আসলে গুজরাতের এক তরুণী, ফিটনেস বিশেষজ্ঞ স্বপ্না ব্যাস পটেল-এর। তাঁর প্রমাণ দিয়েছেন স্বপ্না স্বয়ং।
স্বপ্না তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি দিয়ে একাধিক প্রমাণও দিয়েছেন যে ব্যায়ামের পোশাক পরা তরুণীটি আসলে তিনিই। নীচের ছবিটি হল রাজনীতিবিদ অঙ্গুরলতা ডেকার। স্বপ্না চাইছেন, এই তথ্যটি যেন যত বেশি সম্ভব লোক হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে যাক। স্বপ্না টুইটারে লিখেছেন, সত্যিটা মানুষ জানুক, এবং সোশ্যল মিডিয়ার তথ্যও যেন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হয়ে মানুষের কাছে, সেটাও জানিয়েছেন স্বপ্না।Share this truth on WhatsApp groups and other social media to make internet a believable source of information. pic.twitter.com/Ssvq8PK2VC
— Sapna Vyas Patel (@SapnaVyasPatel) May 25, 2016
Share this truth on WhatsApp groups and other social media to make internet a believable source… https://t.co/9UcvIPcAuf — Sapna Vyas Patel (@SapnaVyasPatel) May 25, 2016এদিকে সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে চিত্রপরিচালক রামগোপাল বর্মা টুইট করেন, একজন বিধয়াককে যদি এরকম দেখতে হয়, তাহলে ধরেই নেওয়া যায় 'অচ্ছে দিন' এসেই গেছে। ধন্যবাদ অঙ্গুরলতাজি, ধন্যবাদ মোদীজি। বহুদিন বাদে আমিও রাজনীতিকে একটু একটু করে ভালবাসছি।
এরপরই টুইটারাইটরা রামগোপাল বর্মাকে কড়া ভাষায় আক্রমণ শুরু করেন। প্রসঙ্গত, জনপ্রিয় অসমিয়া অভিনেত্রী অঙ্গুরলতা ডেকা এই বিধানসভা নির্বাচনেই বিজেপির টিকিটে জিতে বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন।If MLA can look like this,Achche din aagaye hai..Thank you Angoorlataji,Thank you Modiji..1st time I love politics pic.twitter.com/WPzJgmnb13
— Ram Gopal Varma (@RGVzoomin) May 24, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement