এক্সপ্লোর
Advertisement
ব্লু হোয়েল গেমের শিকার কেরলের কিশোর? তদন্তে পুলিশ
তিরুবনন্তপুরম: গত ২৬ জুলাই ১৬ বছরের এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। তার পরিবারের লোকজনের সন্দেহ, ব্লু হোয়েল গেমের শিকার হয়েছে সে। এর ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গত ১৬ জুলাই নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছিল ভিলাপিলাসালার ছাত্রটি। তার মা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, তাঁর ছেলে গত বছরের নভেম্বরে ব্লু হোয়েল গেম ডাউনলোড করেছিল। খেলার একেবারে শেষের পর্যাসে ছেলেটি মাকে জানিয়েছিল, হয় তাকে আত্মহত্যা করতে হবে নয় অন্য কাউকে খুন করতে হবে।
ছেলের মুখে এ কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলেন মা। তিনি ছেলেকে এই গেম খেলতে মানা করেন।
ওই মহিলা আরও জানিয়েছেন, তাঁর ছেলে একবার কম্পাস দিয়ে নিজেকে জখম করেছিল। সাঁতার জানা না সত্ত্বেও নদীতে ঝাঁপ দিয়েছিল সে। কোনওরমে সে যাত্রায় তাকে উদ্ধার করা গিয়েছিল।
ওই মহিলা জানিয়েছেন, আত্মহত্যার আগে মোবাইল থেকে গেমের লিঙ্ক ডিলিট করে দিয়েছিল ছেলেটি।
আত্মঘাতী কিশোরের পরিবারের বয়ান রেকর্ড করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, কেন্দ্র এই মারণ অনলাইন গেমের লিঙ্ক অবিলম্বে সরিয়ে দিতে গুগল, ফেসবুক, হোয়াটস্যাপ,ইন্সটাগ্রাম, মাইক্রোসফট ও ইয়াহুকে নির্দেশ দিয়েছে।
গত ১২ আগস্ত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ব্লু হোয়েলকে নিষিদ্ধ করতে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রে কাছে আর্জি জানিয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement