এক্সপ্লোর
Advertisement
জম্মু, পঞ্জাবে পাক সীমান্ত-ঘেঁষা এলাকা থেকে গ্রামবাসীদের সরিয়ে ফেলার নির্দেশ, বন্ধ থাকছে স্কুল, হল না আত্তারি-ওয়াগার কুচকাওয়াজ
চন্ডীগড়: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হানা দিয়ে ভারতীয় সেনাবাহিনী একাধিক সন্ত্রাসবাদীকে খতম করার পর জম্মু-কাশ্মীর, পঞ্জাবে তীব্র উত্তেজনা। ভারতীয় সেনার ‘সার্জিকাল অভিযানে’র পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে সীমান্ত সংলগ্ন ২ রাজ্যে। সীমান্তের ১০ কিমি দূরত্বের মধ্যে বসবাসকারী সব গ্রামের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে।
জম্মুর ডেপুটি কমিশনার সিমরনদীপ সিংহ বলেছেন, আমরা আন্তর্জাতিক সীমানা ও নিয়ন্ত্রণ রেখার কাছের গ্রামের লোকজনকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সরে যেতে বলেছি। ভারত-পাক সীমান্তের ৭-৮ কিমি ভিতরের সব এলাকার বাসিন্দাদের চলে যেতে বলা হয়েছে। ১০ কিমি এলাকার মধ্যে যত স্কুল আছে, সেগুলিকেও বন্ধ রাখার নির্দেশ পাঠানো হয়েছে। জম্মু, সাম্বা, কাঠুয়ায় আন্তজাতিক সীমানা ও রাজৌরি ও পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকাগুলিতেও এই নির্দেশ জারি করা হয়েছে। পাক সেনারা পাল্টা হামলা চালাতে পারে, এহেন আশঙ্কায় রাজৌরির নওশেরা ও আশপাশের এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে সেনাবাহিনী।
পঞ্জাবের ৬টি জেলা পাকিস্তানের একেবারে লাগোয়া, অর্থাত্ সীমানা পেরলেই পাকিস্তান। সে কথা মাথায় রেখে আন্তর্জাতিক সীমান্তের ১০ কিমি দূরত্বের মধ্যে রাজ্যের সব গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সীমান্ত সংলগ্ন সব গ্রামের স্কুলগুলিকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। সরকারি অফিসাররা জানাচ্ছেন, আত্তারি-ওয়াগা সীমান্তে প্রতিদিনের মতো আজ বিটিং রিট্রিট কুচকাওয়াজ হয়নি, এ দিনের মতো তা বন্ধ রাখা হয়।
পঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী সিকান্দার সিংহ মালুকা বলেন, মুখ্যমন্ত্রী রকাশ সিংহ বাদল আজ সন্ধ্যায় জরুরি ক্যাবিনেট বৈঠক ডেকেছেন। যত দ্রুত সম্ভব সীমান্তের কাছের গ্রামের বাসিন্দাদের সরিয়ে ফেলার কাজ শেষ করার জন্য উদ্যোগ নিতে তাঁকে টেলিফোন করে আবেদন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। মুখ্যমন্ত্রী ফিরোজপুর, অমৃতসর, তরণ তারণ, গুরদাসপুর ও পঠানকোট—প্রভৃতি সীমান্ত জেলাগুলিতে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়ার গোটা প্রক্রিয়া দেখভাল করার জন্য সংশ্লিষ্ট শীর্ষ পুলিশকর্তাদের নির্দেশ দিতে বলেন মুখ্যসচিব ও ডিজিপি-কে। জেলা প্রশাসনের কর্তাদেরও গ্রামবাসীদের জন্য অস্থায়ী ক্যাম্প তৈরির পছন্দসই স্থান বাছাই করতে বলেন তিনি।
মুখপাত্রটি জানান, গ্রামবাসীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলতে সীমান্ত জেলাগুলিতে যাওয়ার জন্য ক্যাবিনেট মন্ত্রী, বিধায়কদের সঙ্গে নিজে কথা বলেন মুখ্যমন্ত্রী। ৬টি জেলার প্রশাসনকে এ ব্যাপারে ১ কোটি টাকা করে দিতেও নির্দেশ দিয়েছেন তিনি।
এর মধ্যেই অমৃতসরের ডেপুটি কমিশনার বরুণ রুজম জেলার সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে ও যে কোনও পরিস্থিতির জন্য তৈরি হতে বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement