এক্সপ্লোর
Advertisement
ব্রহ্মজ ক্রুজ মিসাইলের পাল্লা বেড়ে হচ্ছে ৪৫০ কিমি, জানালেন ডিআরডিও প্রধান
নয়াদিল্লি: সুপারসনিক ব্রহ্মজ ক্রুজ মিসাইলের পাল্লা ২৯০ কিমি থেকে বাড়িয়ে ৪৫০ কিমি করা হচ্ছে। ১০ মার্চ নাগাদ পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। আজ এমনই জানিয়েছেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) প্রধান এস ক্রিস্টোফার। তবে একইসঙ্গে তিনি বলেছেন, অগ্নি ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর পরিকল্পনা নেই।
গত জুনে ভারত মিসাইল টেকনলজি কন্ট্রোল রেজিমের সদস্য হয়েছে। ক্ষেপণাস্ত্র সংক্রান্ত যাবতীয় বিষয় এই সংস্থার আওতাভূক্ত। ৫০০ কেজির বেশি ওজনের ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিমির বেশি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সদস্য দেশগুলির বাইরে অন্য দেশগুলিকে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মজ ক্ষেপণাস্ত্রের পাল্লা বড়ানোর জন্য সফটওয়্যারে বদল করা দরকার। সেটা হয়ে গেলেই পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হবে। এছাড়া ব্রহ্মজ ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় সংস্করণেরও পাল্লা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে ডিআরডিও। আগামী আড়াই বছরের মধ্যে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে ৮০০ কিমি করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ক্রিস্টোফার।
ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারে ২০০৭ সাল থেকেই যুক্ত হয়েছে ব্রহ্মজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র পেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে ভারতীয় সেনা। এবার ব্রহ্মজের পাল্লা বাড়লে ভারতেরই শক্তি বাড়বে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement