নাগরোটা হামলা: ২ বীর নারীর সাহসিকতায় ভেস্তে যায় জঙ্গিদের আসল উদ্দেশ্য!
জম্মু: নাগরোটার সেনা শিবিরে ঢুকে পড়ার পরও জঙ্গিরা যে বড়সড় হামলা চালাতে যে ব্যর্থ হয়েছে, তার নেপথ্যে রয়েছেন দুই ‘বীর নারী’। এমনই খবর প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, গভীর রাতে সশস্ত্র জঙ্গিরা পুলিশ ইউনিফর্মে সেনার সদর দফতরের ১৬ কোরের সদর দফতরের অদূরে অবস্থিত এই সেনা শিবিরে ঢুকে পড়ে।
জঙ্গিদের আসল উদ্দেশ্য ছিল, এখানকার অফিসার্স মেসে ঢুকে সকলকে পণবন্দি করা। বিশেষ করে অফিসারদের স্ত্রী, সন্ত্রান ও পরিবারকে পণবন্দি করে ব্যাপক সন্ত্রাসের সৃষ্টি করা।
কিন্তু, ২ অফিসারের স্ত্রীর বীরত্বের কাছে তারা হার মানে। সেনা সূত্রে খবর, ওই ২ বীর নারীর এদিন রাতে পাহারা দেওয়ার ডিউটি ছিল। জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলিযুদ্ধ শুরু হতেই সতর্ক এই নারীরা সঙ্গে সঙ্গে কোয়ার্টারের সমস্ত ঢোকা-বেরনোর রাস্তা আটকে দেয়।
এর জন্য তাঁরা গৃহস্থ সামগ্রী ব্যবহার করে সাহসিকতার সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধির পরিচয় দেন। জঙ্গিরা ওই কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করলেও, পারেনি। এক সেনা কর্তা জানান, ওই ২ জন অফিসারের স্ত্রী এমন সাহসিকতা না দেখালে, জঙ্গিরা বড়সড় নাশকতচা চালাত।
জানা গিয়েছে, ওই মেসে অফিসাররা নিজেদের পরিবার-পরিজন নিয়ে থাকেন। ওই কমপ্লেক্সের দুটি বিল্ডিংয়ে জঙ্গিরা ঢুকলেও, মূল জায়গায় ঢুকতে পারেনি। তার আগেই বাহিনীর সঙ্গে তাদের গুলিযুদ্ধ শুরু হয়ে যায়।