এক্সপ্লোর
Advertisement
বিশ্ব ধরিত্রী দিবসে বিয়ে, ১০ হাজার গাছের চারা উপহার চাইলেন কনে
ভিন্দ: বিয়েতে কনে তো অনেক রকম উপহারই পেয়ে থাকে। শাড়ি, গয়না থেকে শুরু করে গৃহস্থালির নানা সরঞ্জাম। কিন্তু এবার এক কনে এমন উপহার চেয়ে বসলেন যাতে সবাই চমত্কৃত। বর ও তাঁর শ্বশুর বাড়ির কাছ থেকে ১০ হাজার গাছের চারা উপহার হিসেবে চাইলেন কনে।
মধ্যপ্রদেশের ভিন্দ জেলার ২২ বছরের কনে প্রিয়ঙ্কা ভাদোরিয়ার ছোট থেকেই গাছপালা লাগানোর শখ। গত ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবসে তাঁর বিয়ে হয়।
বিজ্ঞানের স্নাতক প্রিয়ঙ্কা দেখেছেন, দিনের পর দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে। সবুজ কমায় দেখা দিয়েছে খরার প্রকোপ। পেশায় কৃষক তাঁর বাবা। খরার কারণে চাষের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইজন্য বিয়ের দিন গয়না বা অন্য কোনও উপহার না চেয়ে প্রিয়ঙ্কা ১০ হাজার গাছ লাগানোর উপহার চাইলেন। তিনি চান, তাঁর বাড়ি ও শ্বশুরবাড়ির আশেপাশে এই গাছগুলি লাগানো হোক। গ্রামের কৃষক ও সমাজকর্মীদের মাধ্যমে গাছগুলি লাগানো হবে। পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য তাঁর এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রিয়ঙ্কা।
প্রিয়ঙ্কার এই সিদ্ধান্তে দারুন খুশি তাঁর স্বামী রবি চৌহান। তিনি ইতিমধ্যেই গাছ লাগানোর কাজ শুরু করে দিয়েছেন। তাঁরা ঠিক করেছেন, প্রতিবার বিবাহবার্ষিকীতে গাছ লাগাবেন।
দেশের বিভিন্ন অংশ যখন খরা কবলিত, তখন প্রিয়ঙ্কার এই উদ্যোগ বৃক্ষ রোপণের বিষয়ে সচেতনতা বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement