জম্মুতে আন্তর্জাতিক সীমান্তের কাছে পাক-সুড়ঙ্গের হদিস পেল বিএসএফ
জম্মু: জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া অঞ্চলে পাক সুড়ঙ্গের হদিস পেল বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, ওই সুড়ঙ্গটি পাকিস্তানের দিক দিয়ে খোঁড়া হয়েছিল। ১৪-ফুট দৈর্ঘ্যের ওই সুড়ঙ্গের ভেতর থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিএসএফ আধিকারিকরা জানান, আর্নিয়া সেক্টরের দমন এলাকার অন্তর্গত বিক্রম ও পটেল পোস্টের মধ্যে ‘স্যানিটাউজেশন’ বা তল্লাশি অভিযান চালানোর সময় এই সুড়ঙ্গটির হদিস পান জওানরা। জানা গিয়েছে, সুড়ঙ্গটির নির্মাণ অসম্পূর্ণ ছিল।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে একটি ২০-ফুটের পাক-সুড়ঙ্গ আবিষ্কার করে বিএসএফ। সাম্বার রামগড় সেক্টরে টহলদারির সময় সুড়ঙ্গটি দেখতে পান জওয়ানরা।
তার আগে, গত বছর মার্চ মাসে জম্মুর আর এস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান থেকে ভারতের দিকে ৩০ মিটার লম্বা গোপন সুড়ঙ্গের হদিশ পেয়েছিল বিএসএফ।