এক্সপ্লোর
বাচ্চাদের মনের দরজা খুলে যাবে, তাই ভয় পেয়ে স্কুলে আগুন জঙ্গিদের: সত্যার্থী

নয়াদিল্লি: কাশ্মীরে একের পর এক স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় এবার মুখ খুললেন নোবেল শান্তি পুরস্কারজয়ী কৈলাস সত্যার্থী। তিনি বলেন, এই ঘটনা অনভিপ্রেত। সন্ত্রাসবাদীরাই এই কাজ করছে। শিক্ষাই শিশুমনে জ্ঞানের আলো আনে। পড়ুয়ারা শিক্ষিত হয়ে গেলে তাদের মনের দরজা খুলে যাবে, তাদের ওপর আর জোর খাটানো যাবে না, সহজে মগজ ধোলাই করা যাবে না। তাই ভয় পেয়ে জঙ্গিরা এই কাজ করছে।
‘নোবেল লরিয়েটস অ্যান্ড লিডার্স্ ফর দ্য চিলড্রেন’ নামে বিশ্বব্যাপী এক অনুষ্ঠানের মঞ্চে সত্যার্থী বলেন, শিক্ষা আক্রান্ত হচ্ছে, স্কুল জ্বলছে, শিক্ষকদের অপহরণ করা হচ্ছে, শিশুদের খুন করা হচ্ছে গোটা বিশ্বেই এমনটা চলছে। সন্ত্রাসবাদীরা ভয় পাচ্ছে বাচ্চারা পড়াশোনা করলে তাদের মন মুক্ত হবে। প্রযুক্তি শিখবে। নাগরিক অধিকারবোধ জন্মাবে তাদের মধ্যে। মানুষে মানুষে সম্পর্ক, শ্রদ্ধা গড়ে উঠবে। সংস্কৃতির মূল্য বুঝতে পারবে। তাই সন্ত্রাসবাদীরা এমন একটা ভয়ার্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে, যাতে, শিশুরা স্কুলে যেতে ভয় পায়। পড়াশোনা করতে না পারে।
তিনি জানিয়েছেন, লরিয়েটস্ অ্যান্ড লিডারস্ ফর চিলড্রেন সামিট নামে ১০-১১ ডিসেম্বর এই প্রথমবার রাষ্ট্রপতি ভবনে এক সম্মেলনের আয়োজন করেছে কৈলাস সত্যার্খী চিলড্রেন'স ফাউন্ডেশন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই উদ্যোগের লক্ষ্য, একই প্ল্যাটফর্মে নোবেলজয়ী এবং বিশ্বের অন্যান্য নেতাদের মেলবন্ধন। এঁদের সংস্পর্শে যাতে শিশুরা সমৃদ্ধ হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement























