তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা বাস কন্ডাক্টরের, শিশুর বাবাকে পেটাল স্কুলকর্মীরা
বরেলি: এবার তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল স্কুলবাস কন্ডাক্টরের বিরুদ্ধে। বিষয়টি এখানেই থেমে থাকল না। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করায় কর্মীদের হাতে ‘প্রহৃত’ হতে হল শিশুর বাবাকে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের বরেলি।
খবরে প্রকাশ, গত কয়েকদিন ধরেই মেয়ের ব্যবহারে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছিলেন ৯ বছরের ছাত্রীর পরিবারের সদস্যরা। তাকে প্রশ্ন করায়, সে জানায় গত ১৬ তারিখ স্কুলবাসের কন্ডাক্টর তার শ্লীলতাহানি করার চেষ্টা করে।
সোমবার, শিশুর বাবা রাধামাধব পাবলিক স্কুলে গিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করতে চাইলে, উল্টে তাঁর ওপরই চড়াও হয় স্কুলেরই কিছু কর্মী। অভিযোগ, শিশুর বাবাকে মারধর করে আটকে রাখা হয়। পরে, পুলিশ গিয়ে তাঁকে মুক্ত করে।
শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কন্ডাক্টর অজয় মিশ্রকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি, স্কুলের প্রিন্সিপাল ও কয়েকজন অজ্ঞাতপরিচয় কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সুপার যোগেন্দ্র কুমার জানান, স্কুলের তরফে গাফিলতি ছিল। তদন্ত চলছে।
সম্প্রতি, গুরগাঁওয়ের একটি স্কুলের মধ্যেই দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ ওঠে স্কুলবাসের কন্ডাক্টরের বিরুদ্ধে। অন্যদিকে, দিল্লিতে স্কুলের মধ্যেই পিওনের হাতে ধর্ষণের শিকার হয় এক পাঁচ বছরের ছাত্রী।