ঋণ-জর্জরিত এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার

নয়াদিল্লি: ঋণগ্রস্ত রাষ্ট্রায়ত্ত অসামরিক বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণে নীতিগতভাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। বিলগ্নিকরণের প্রক্রিয়া থেকে শুরু করে কতটা অংশ বিক্রি হবে – এসব সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি পৃথক মন্ত্রীগোষ্ঠীর গঠন করা হবে।
বিলগ্নিকরণ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক। করদাতাদের টাকায় কোনওক্রমে ধুঁকতে ধুঁকতে বেঁচে থাকা এই রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থার পুনরুদ্ধারে কেন্দ্রের কাছে একগুচ্ছ প্রস্তাব এসেছে।
যেমন, এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ বেসরকারিকরণের প্রস্তাব দিয়েছিল সরকারের বিশেষজ্ঞ কমিটি নীতি আয়োগ। বর্তমানে এই বিমান সংস্থার ওপর ৫২ হাজার কোটি টাকার ঋণ রয়েছে। এয়ার ইন্ডিয়াকে বাঁচাতে ২০১২ সালে ৩০ হাজার কোটি টাকার ‘বেলআউট প্যাকেজ’-এর ঘোষণা করে পূর্বতন ইউপিএ সরকার।
বিমান পরিবহণ সংক্রান্ত বিশেষজ্ঞ দল সেন্টার ফর এভিয়েশন (সিএপিএ)-এর মতে, ভর্তুকি দিয়ে এয়ার ইন্ডিয়াকে বাঁচানো না সম্ভব না উচিত। যদিও, এয়ার ইন্ডিয়ার কর্মী সংগঠনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, বিক্রির পথে না গিয়ে সরকারের উচিত ঋণ মকুব করা।






















