ব্রিটেন থেকে কোহিনূর ফেরানোর নির্দেশ দেওয়া সম্ভব নয়: সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: ব্রিটেন থেকে কোহিনূর হীরে ফিরিয়ে আনতে বা তার নিলাম রুখতে কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়। শুক্রবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
একটি আবেদনের প্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতি জে এস কেহরের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, কোনও ভিনদেশের সরকারকে নিলাম না করার জন্য বলতে পারে না আদালত। মামলা খারিজ করে বেঞ্চ জানায়, যে বস্তু অন্য দেশের সম্পত্তি, সেই নিয়ে কোনও রায় দেওয়া সম্ভব নয়।
কোহিনূরকে দেশে ফেরত আনার বিষয়ে শীর্ষ আদালতে পৃথক আবেদন করেছিল তিন সংগঠন। এদিন সবকটি আবেদনকে এক করে শুনানি হয়। সেখানেই, বিচারপতিরা বিস্ময় প্রকাশ করে জানান, কী করে এধরনের রিট পিটিশন জমা হয় জানি না। এ কেমন আবেদন!
এপ্রসঙ্গে, কেন্দ্রের দাখিল করা হলফনামার উল্লেখ করে আদালত। সেখানে কেন্দ্র শীর্ষ আদালতে জানিয়ে দেয়, ব্রিটিশ শাসকরা কোহিনূর জোর করে নিয়েও যায়নি বা তা চুরিও করেনি। পঞ্জাবের শাসকরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোহিনূর উপহার হিসেবে দিয়েছিল।