এক্সপ্লোর

সন্দেহ আইএসআই-যোগ, ট্রেন থেকে চুরি গেল সেনার স্মোক-বম্বের কার্টন

ঝাঁসি: ট্রেন থেকে চুরি গিয়েছে সেনার জন্য নিয়ে যাওয়া স্মোক বম্ব-এর একটি কার্টন।

ঘটনায় প্রকাশ, মহারাষ্ট্রের পুলগাঁও থেকে ওই বিশেষ ট্রেনটি পঞ্জাবের পঠানকোটের উদ্দেশে যাচ্ছিল। গতকাল ঝাঁসি স্টেশনের কাছে ট্রেনটি থামলে সেনা জওয়ানরা লক্ষ্য করেন, একটি কামরার সিল ভাঙা রয়েছে। খতিয়ে দেখতে গিয়ে জানা যায়, স্মোক বম্বের একটি কার্টন খোয়া গিয়েছে।

ঝাঁসির সার্কল অফিসার শরদপ্রতাপ সিংহ জানান, জিআরপি-র কাছে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আশঙ্কা করা হচ্ছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিনা ও ঝাঁসি স্টেশনের মাঝে। কারণ, এই অঞ্চলে, ট্রেনটি বেশ কয়েকবার দাঁড়িয়েছিল।

প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় রাঘবেন্দ্র আহিরওয়ার নামে ঝাঁসি কালেক্টরেটে কর্মরত এক কেরানীকে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট-এর ধারায় আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘মেজর যাদব’ বলে পরিচয় দেওয়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ফোনে ববিনা ক্যান্টনমেন্টে প্রশিক্ষণের জন্য আসা সেনা ইউনিট সংক্রান্ত বিভিন্ন গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করেছেন।

জানা গিয়েছে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর চরদের সঙ্গে যোগসাজসের সন্দেহে বেশ কিছুদিন ধরেই রাঘবেন্দ্রর ওপর নজর রাখছিল উত্তরপ্রদেশ এটিএস। তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, ‘মেজর যাদব’ ইন্টারনেটের মাধ্যমে রাঘবেন্দ্রর সঙ্গে যোগাযোগ করত। এর জন্য একটি মোবাইল সিম বক্সে কারচুপি করে স্থানীয় নম্বর হ্যাক করেছিল ওই ব্যক্তি। গোয়েন্দাদের দাবি, ২০০৯ সাল থেকেই রাঘবেন্দ্রর সঙ্গে যোগাযোগ ছিল ‘মেজর যাদব’-এর।

রাঘবেন্দ্রকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, তিনি কখনই ‘মেজর যাদব’-কে ফোন করে পাননি। কারণ, তাঁর মোবাইলে ১০টির বদলে ৯টি ডিজিট দেখাত। তাঁর আরও দাবি, ফোনে কখনও কথা হলে, ‘মেজর যাদব’ জানিয়েছিল তার কাজে গোপনীয়তা বজায় রাখতে হয়। তাই, ফোন ধরার অনুমতি নেই।

রাঘবেন্দ্রকে আটক করার পাশাপাশি, তাঁর কম্পিউটার, ল্যাপটপ, পেন ড্রাইভ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। যদিও, এখনও কোনও সন্দেহজনক কিছুই মেলেনি। ফলে, রাঘবেন্দ্রকে গ্রেফতার করা হয়নি। উত্তরপ্রদেশ এটিএস-এর আইডি অসীম অরুণ জানান, হয়ত তিনি (রাঘবেন্দ্র) টাকার বিনিময়ে করেননি। কিন্তু, যা করেছেন তা বেআইনি। ফলে গোপন তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঝাঁসির মহকুমা সদর দফতরে স্টেনোগ্রাফার হিসেবে কাজ করতেন রাঘবেন্দ্র। গত জুন মাসে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (আইন) দফতরে বদলি হন। রাঘবেন্দ্রর পাশাপাশি, মহকুমা দফতরের অন্য কর্মীদের বিষয়েও খোঁজখবর নিচ্ছে এটিএস। একইসঙ্গে, খোঁজ চলছে ‘মেজর যাদব’-এর।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Recruitment Scam: অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
Krishna Das Prabhu Arrested : বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
Suvendu On The Sabarmati Report: BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
Advertisement
ABP Premium

ভিডিও

TMC News : তৃণমূলে প্রচুর বদল, দলে গুরুত্ব বাড়ল প্রবীণ নেতাদের, কী জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য?JU News : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের ২ অধ্যাপকের ঘরে তালা ঝোলাল পড়ুয়ারা!TMC News : ওয়াকফ বিল নিয়ে স্পিকারের কাছে বিরোধীরা,' কমিটির সব সদস্য বলতে পারেননি', দাবি কল্যাণেরSuvendu Adhikari : বিজেপি বিধায়কদের নিয়ে 'সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Recruitment Scam: অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
Krishna Das Prabhu Arrested : বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
Suvendu On The Sabarmati Report: BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
Pension:  স্ত্রীর বদলে মেয়ে কি পেতে পারে বাবার পেনশন ? কী বলছে নিয়ম ?
স্ত্রীর বদলে মেয়ে কি পেতে পারে বাবার পেনশন ? কী বলছে নিয়ম ?
Adani Group: আদানি গ্রুপের ১০০ কোটির প্রস্তাব ফেরাল এই রাজ্য, কী বললেন মুখ্যমন্ত্রী ?
আদানি গ্রুপের ১০০ কোটির প্রস্তাব ফেরাল এই রাজ্য, কী বললেন মুখ্যমন্ত্রী ?
Anubrata Mondal : 'দিদির কাছে ভাই যাচ্ছে', তিহাড় থেকে ফেরার পরে আজই প্রথম সাক্ষাৎ মমতা-অনুব্রতর
'দিদির কাছে ভাই যাচ্ছে', তিহাড় থেকে ফেরার পরে আজই প্রথম সাক্ষাৎ মমতা-অনুব্রতর
Online Shopping Fraud: এই এক ভুলেই খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনলাইন কেনাকাটায় এগুলি করবেন না !
এই এক ভুলেই খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনলাইন কেনাকাটায় এগুলি করবেন না !
Embed widget