পাত্রীর জন্য শৌচাগার নির্মাণ হতেই পাত্রের কথামতো ক্যাশলেস বিয়ে
জামশেদপুর: ডিজিটাল ইন্ডিয়া থেকে স্বচ্ছ ভারত— মোদী সরকারের এই দুই ফ্ল্যাগশিপ প্রকল্পকে এক ছাতার তলায় তুলে ধরলেন এক নবদম্পতি।
ঘটনায় প্রকাশ, সোমবার ঝাড়খণ্ডের পশ্চিম সিঙ্গভূম জেলার অন্তর্গত চক্রধরপুরের ইতিহাসা গ্রামের বাসিন্দা সুনীতার বিয়ে হয় পূর্ব সিঙ্গভূম জেলার বাদিয়া গ্রামের যুবক সুভাষ নায়েকের সঙ্গে।
বিয়ের একদিন আগে, নায়েকের বাড়িতে পাকা শৌচাগার নির্মাণ করা হয়। আর এই নির্মাণকাজে নায়েকের পরিবারের সঙ্গে হাত লাগায় সুনীতার পরিবারের সদস্যরাও। সকলে মিলে এক রাতের মধ্যে তৈরি করে ওই শৌচাগার।
এলাকার ডেপুটি কালেক্টর সঞ্জয় কুমার জানান, এরপর সোমবার বিয়েতে সব খরচ করা হয় ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। জানা গিয়েছে, কুমারই নিজে উদ্যোগ নিয়ে ক্যাশলেস বিয়ের জন্য কনেপক্ষকে রাজি করান।
বিয়ের তাঁবু ভাড়া থেকে শুরু করে খাবার, আনাজ, এবং গয়না—সবই হয় ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। শুধু তাই নয়, পুরোহিতের দক্ষিণাও দেওয়া হয় চেকে। এমনকী, অতিথিরা নবদম্পতিকে চেকের মাধ্যমে উপহার দেন।
কুমার জানান, কেন্দ্রের নোট বাতিলের পর এটিই সম্ভবত রাজ্যের প্রথম ক্যাশলেস বিয়ে। জানা গিয়েছে, বিয়েতে আমন্ত্রিত ছিলেন সকল গ্রামবাসী। গ্রামবাসীরাও, এমন বিয়ের সাক্ষী থাকতে পেরে খুশি। ঠিক যেমন খুশি দুই পরিবার।