Bangladesh News: যুদ্ধ জিগির তুলে BNP নেতার হাস্যকর আস্ফালন। রাফাল প্লেন নিয়ে চ্যালেঞ্জ BNP নেতার।
ABP Ananda Live: ফের বাংলাদেশের হাস্যকর আস্ফালন। আবার খালেদা জিয়ার দলের নেতার কথায় যুদ্ধ জিগির। রাফাল বিমান নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ ছুড়লেন BNP-র যুগ্ম মহাসচিব হাবিব উন-নবি-খান সোহেল। দিল্লিকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ভারতীয় অভিনেত্রীদের কুরুচিকর কটাক্ষ করলেন BNP নেতা।
আরও খবর, রাজ্যের প্রতিটি স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামূলক করতে হবে। এই দাবিতে রবিবার আন্দোলনে নামছে ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনোরিটি অ্যাসোসিয়েশন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রানি রাসমনি রোডে বিক্ষোভ-কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে আদালতের তরফে বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত। ২২ ডিসেম্বরের দুপুর ১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসতে পারবেন আন্দোলনকারীরা। পাশাপাশি জমায়েত সীমাবদ্ধ রাখতে হবে ওই এলাকার মধ্যেই। পুলিশ এই বিক্ষোভ কর্মসূচির অনুমতি না দেওয়ায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন করা হয়। সেই প্রেক্ষিতেই শর্ত বেঁধে ধর্নার অনুমতি দিল হাইকোর্ট।