এক্সপ্লোর
Advertisement
ক্যামেরায় ধরা পড়ল, পাঁচকুলার লকআপে হানিপ্রীত
পাঁচকুলা: হরিয়ানার পাঁচকুলার সেক্টর ২৩-এর থানার লকআপে রাত কাটছে রাম রহিমের চোখের মণি হানিপ্রীত ইনসানের। জেলবন্দি অবস্থায় তাঁর একটি ছবি সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, তিনি লকআপের ভেতরে বসে, চোখমুখের অবস্থা সুবিধের নয়। শোয়ার জন্য একটি শতরঞ্চি দেওয়া হয়েছে তাঁকে, তাতেই বসে রয়েছেন তিনি।
২৫ অগাস্ট রাম রহিম ধর্ষণের কারণে আদালতে দৌষী সাব্যস্ত হওয়ায় পঞ্জাব, হরিয়ানা ও দিল্লির বিস্তীর্ণ এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। অভিযোগ, হানিপ্রীত কয়েকজন ডেরা সাচা সৌদা নেতানেত্রীর সঙ্গে হাত মিলিয়ে সেই হিংসার ব্লু প্রিন্ট তৈরি করেন। পুলিশ দাবি করেছে, হানিপ্রীত জেরার মুখে জানিয়েছেন, হিংসা ছড়াতে ডেরা সমর্থকদের ১ কোটি ২৫ লক্ষ টাকা দেন তিনি। এই টাকার মধ্যে এক কোটি ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে, ২৪ লাখ উদ্ধার হয়েছে এক অভিযুক্তের কাছ থেকে।
পুলিশের সন্দেহ, হিংসা ছড়াতে একটি হোয়াটসঅ্যাপ্ গ্রুপ তৈরি করেন হানিপ্রীত। রাম রহিম দোষী সাব্যস্ত হলে ওই গ্রুপেই মেসেজ পাঠিয়ে অশান্তি শুরুর গ্রিন সিগন্যাল দেন তিনি। এখন পুলিশ তাঁর মোবাইল ঘেঁটে তথ্য বার করছে। তারা নিশ্চিত, অশান্তির যাবতীয় ছক সিরসায় ডেরা সাচা সৌদা সদর দফতরেই কষা হয়েছিল।
দেখুন জেলের ভেতর হানিপ্রীতকে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement