এক্সপ্লোর
Shubhra Kundu Arrest: রোজভ্যালি মামলায় গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল সিবিআই
সিবিআই জানিয়েছে, শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে তথ্য-প্রমাণ আছে...

ভুবনেশ্বর ও কলকাতা: গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল সিবিআই। রোজভ্যালি মামলায় গ্রেফতার শুভ্রা কুণ্ডু। এই মামলায় আগে থেকেই গ্রেফতার গৌতম কুণ্ডু। রোজভ্যালির বহু কোটি টাকা পাচারের অভিযোগ। সিবিআই-এর প্রশ্নের সদুত্তর দিতে পারেননি শুভ্রা কুণ্ডু। এমনটাই দাবি সিবিআই গোয়েন্দাদের। সিবিআই জানিয়েছে, শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে তথ্য-প্রমাণ আছে। গ্রেফতারের পর শুভ্রা কুণ্ডুকে তোলা হবে ভুবনেশ্বর আদালতে। শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে প্রশ্ন এড়িয়ে যাওয়ারও অভিযোগ। বিস্তারিত একটু পরেই...
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















