এক্সপ্লোর
বিপদ কতটা? পুরীর জগন্নাথ মন্দিরের কাঠামোর থ্রিডি পরীক্ষা হবে

ভুবনেশ্বর: পুরীর জগন্নাথ মন্দিরকে অক্ষত রাখার লক্ষ্যে এবার ৮০০ বছরের পুরনো এই মন্দিরের কাঠামোর থ্রিডি পরীক্ষা করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এই পরীক্ষায় যদি মন্দিরের কাঠামোয় বড়সড় ফাটল ধরা পড়ে, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ওড়িশা সরকারকে আশ্বাস দিয়েছে কেন্দ্র। জগন্নাথ মন্দির ভেঙে পড়তে পারে বলে প্রত্নতাত্বিক বিভাগ রিপোর্ট দেওয়ার পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। প্রত্নতাত্বিক বিভাগের ডিরেক্টর জেনারেল রাকেশ তিওয়ারি, ওড়িশার মুখ্যসচিব এ পি পাধী সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সচিব নরেন্দ্র সিংহ। এই বৈঠকের পর সংস্কৃতি সচিব স্বীকার করেছেন, মন্দিরের থাম ও দেওয়ালের গায়ে ফাটল দেখা দিয়েছে। তবে এই ফাটল অন্তত ১০০ বছরের পুরনো। এত বছর কেউ সেটা লক্ষ্য করেনি। সম্প্রতি এই ফাটলের কথা জানা গিয়েছে। মন্দির রক্ষা করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরীর মন্দিরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আপাতত স্বল্পমেয়াদি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুলাই মাসে রথযাত্রার আগেই সারিয়ে ফেলা হবে মন্দির। এরপর আইআইটি চেন্নাই, আইআইটি ভুবনেশ্বর, এনআইটি রৌরকেল্লার বিশেষজ্ঞদের সাহায্যে থ্রিডি পরীক্ষা করা হবে। এরপরেই ঠিক হবে বিদেশি বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে কি না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















