এক্সপ্লোর
Advertisement
চিনা জিনিস বয়কট করলে খারাপ হবে ভারত-চিন সম্পর্ক, কমবে বিনিয়োগ, হুমকি দিল বেজিং
নয়াদিল্লি: মাসুদ আজহারের ওপর রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা সংক্রান্ত নানা ইস্যুতে চিনা জিনিসপত্র বয়কটের ডাক দিয়েছে সোশ্যাল মিডিয়া। তথ্য জানাচ্ছে, এর ফলে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে চিনা জিনিসপত্রের বিশাল বাজার। আর স্বাভাবিকভাবেই এই বয়কট ভাল চোখে দেখছে না বেজিং। তারা হুমকি দিয়েছে, এভাবে বয়কট চললে দু’দেশের সম্পর্কে তার প্রভাব পড়বে, কমবে বিনিয়োগের পরিমাণও।
দিল্লিতে চিনা দূতাবাসের মুখপাত্র জি লিয়ান মন্তব্য করেছেন, এই বয়কটের ফলে চিনা কোম্পানিগুলি ভারতে বিনিয়োগ করতে নাও চাইতে পারে, প্রভাব পড়তে পারে দ্বিপাক্ষিক সম্পর্কে। ভারত-চিন দু’দেশের মানুষই তা নিশ্চয় চাইবেন না। দক্ষিণ এশিয়ায় ভারতই চিনের সবথেকে বড় বাণিজ্যিক সঙ্গী, চিনা জিনিসপত্রে ভরে গেছে ভারতের বাজার। যদিও ভারতের দিক থেকে চিনে রফতানির পরিমাণ তুলনায় নেহাতই নগণ্য।
চিন-পাকিস্তান ঘনিষ্ঠতার প্রতিবাদে বেশ কয়েকটি গোষ্ঠী চিনা জিনিসপত্র বয়কটের ডাক দিয়েছে। দীপাবলীর বাজারে চিনা বাজি ও আলোকসজ্জার বিরাট বাজার ভালরকম মার খেয়েছে তাতে। যদিও এই বয়কট একেবারেই ব্যক্তিগত স্তরে, তাতে কোনও সরকারি সিলমোহর পড়েনি।
তবে চিনের মতে, এই বয়কটে চিনের যত না ক্ষতি, তার থেকে বেশি ক্ষতি ভারতের। তাদের আশঙ্কা, শুধু দীপাবলীর জিনিপত্রেই বয়কট সীমাবদ্ধ থাকবে না, তা পরেও চলবে। কিন্তু চিনা জিনিসের কোনও বিকল্প ভারতের বাজারে না থাকায় ভারতীয় ক্রেতা ও ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন বলে তারা মনে করছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement