এক্সপ্লোর
Advertisement
আন্দামানের কাছে আনাগোনা চিনা ডুবোজাহাজের! ভারতকে অত্যাধুনিক সাবমেরিন-বিধ্বংসী প্রযুক্তি দেবে আমেরিকা
নয়াদিল্লি: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে চিনা সাবমেরিনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন ভারত। ফলে দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের আগ্রাসী মনোভাবের মোকাবিলা কী ভাবে করা যায়, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শলা-পরামর্শ করার সিদ্ধান্ত ভারতের।
ভারতীয় নৌসেনার আধিকারিকরা জানান, সাম্প্রতিককালে ভারতীয় মহাসাগরের কাছে মাঝেমধ্যেই জানান দিচ্ছে চিনা সাবমেরিনের উপস্থিতি। তাঁরা বলেন, প্রত্যেক তিন মাস অন্তর অন্ততপক্ষে চারবার চিনা ডুবোজাহাজকে এই চত্বরে দেখা যায়। এমনকী, এক-এক সময় তারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে মলাক্কা প্রণালির খুবই কাছাকাছি চলে আসে।
এই ঘটনায় উদ্বিগ্ন ভারত। প্রসঙ্গত, মলাক্কা প্রণালির অবস্থান দক্ষিণ চিন সাগর লাগোয়া। চিনের ৮০ শতাংশ জ্বালানি এই রুট দিয়েই যাতায়াত করে। ফলে, দীর্ঘদিন ধরেই চিন এই সাগরে একাধিপত্য কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই নিয়ে অতীতে বহুবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারতের দাবি, দক্ষিণ চিন সাগরের মাধ্যমে ভারতীয় মহাসাগরেও নিজেদের রাজত্ব গড়তে চাইছে বেজিং। অন্যদিকে, কোনও চিনা জাহাজ বা ডুবোজাহাজ যাতে না বঙ্গোপসাগরে ও ভারতীয় মহাসাগরের পথে প্রবেশ না করতে পারে, তার জন্য সতর্ক ভারত। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সলা-পরামর্শ শুরু করেছে ভারত।
চিনা আগ্রাসনকে মোকাবিলা করার বিষয়টি মাথায় রেখে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন সহযোগিতার পন্থা খুলতে রাজি হয়েছে ভারত। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে খারিজ করার পর এবার মার্কিন ফৌজের জন্য এদেশের সামরিক ঘাঁটির দুয়ার খোলার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
পরিবর্তে, চিনের মোকাবিলা করার জন্য আধুনিকতম সমরাস্ত্র ও গোপন প্রযুক্তি ভারতের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রশাসনের তরফে এক কর্তা আশা প্রকাশ করে বলেন, এর ফলে ভারত ও মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা আরও নীবিড় হবে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধের বিভিন্ন কৌশল ও অত্যন্ত গোপন প্রযুক্তি ভারতের হাতে তুলে দিতে রাজি হয়েছে মার্কিন প্রশাসন। সরকারিভাবে স্বীকার করা না হলেও, জানা গিয়েছে, আগামী মাসে ফিলিপাইন সাগরে ভারত ও মার্কিন নৌসেনার যৌথ মহড়ার প্রধান লক্ষ্যই হতে চলেছে সাবমেরিন-বিধ্বংসী রণনীতি। সেখানে অংশগ্রহণ করার কথা জাপানেরও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement