এক্সপ্লোর
Advertisement
জামুই জেলায় স্কুলের নোটবইয়ে পাক ছাত্রীর জাতীয় পতাকা আঁকার ছবি, তদন্তের নির্দেশ নীতীশের
জামুই: বিহারের জামুই জেলা প্রশাসনের ছাপানো স্কুলের নোটবইয়ে পাকিস্তানের এক ছাত্রীর তার দেশের জাতীয় পতাকা আঁকার ছবি থাকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মেয়েটি পাকিস্তানে মেয়েদের শিক্ষা প্রচারের জন্য ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কিন্তু তার ছবি বিহারের স্কুলে বিলি হওয়া নোটবইয়ে কেন থাকল, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
জামুই জেলা প্রশাসন সূত্রে খবর, গত বছরের ডিসেম্বরে জল ও জঞ্জাল সাফাই বিভাগ ‘স্বচ্ছ্ব জামুই, স্বাস্থ্য জামুই’ প্রকল্পের প্রচারের জন্য ৫ হাজার নোটবই ছাপায়। পটনার একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। কিছু নোটবই সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়। এরপরেই পাকিস্তানের জাতীয় পতাকা আঁকার ছবি থাকার কথা জানা যায়। বিতর্কের জেরে বাকি নোটবইগুলি আর বিলি করা হয়নি।
জামুইয়ের জেলাশাসক ধর্মেন্দ্র কুমার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে তিনি নিজে, ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার, গ্রামোন্নয়ন বিভাগের ডিরেক্টর এবং শিক্ষা বিভাগের অফিসার আছেন। জল ও জঞ্জাল সাফাই বিভাগের যে ১০ জন সদস্য সরকারি প্রকল্প প্রচারের দায়িত্বে আছেন, তাঁদের এই ছবির বিষয়টি লিখিতভাবে ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। যে সংস্থাকে এই নোটবই ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, তার মালিকেরও জবাব চাওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement