এক্সপ্লোর
Advertisement
৪৮ বছরের পরিবারের শাসনের সঙ্গে এনডিএ-র ৪৮ মাসের তুলনা করুন, পুদুচেরিকে কংগ্রেসকে নিশানা মোদীর
পুদুচেরি: পুদুচেরিতে জনসভায় কংগ্রেস, নেহরু-গাঁধী পরিবারকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। চার দশকের বেশি একটিই পরিবার দেশ চালিয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ওদের পরিবারকেন্দ্রিক শাসনের সঙ্গে 'উন্নয়নমুখী' এনডিএ জমানার তুলনা করে দেখুন জনগণ।
বিজেপি আয়োজিত জনসভায় জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী ও রাজীব গাঁধী পরিচালিত সরকারের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ৪৮ বছর ধরে সরাসরি বা পরোক্ষে একটি পরিবারই দেশ শাসন করেছে। অন্যদিকে এনডিএ সরকার আগামী মে-তে ৪৫ মাস পূর্ণ করবে। কংগ্রেস শাসনে কী হয়েছে আর বিজেপি শাসিত এনডিএ জমানায় কী কী সাফল্য এসেছে, তার তুলনামূলক বিচার করে দেখতে পারেন বুদ্ধিজীবীরা
পুদুচেরির কংগ্রেস সরকারকে নিশানা করে মোদীর অভিযোগ, কেন্দ্রশাসিত এই অঞ্চলের পরিকাঠামো আজও দুর্বল, পুদুচেরি 'কংগ্রেসি কালচারের' বলি হয়েছে।
মোদী ভবিষ্যদ্বাণী করেন, কর্নাটক ও অন্য সব রাজ্যেই আসন্ন বিধানসভা ভোটে বিজেপি জিতবে, কংগ্রেসের হাতে পড়ে থাকবে শুধু পুদুচেরির ভি নারায়ণস্বামীর সরকারই। পঞ্জাবের অমরিন্দর সিংহের কংগ্রেস সরকারের প্রতি ইঙ্গিত করেননি মোদী। তিনি বলেন, পুদুচেরির মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই। কারণ জুনের পর থেকে কংগ্রেস তাঁকেই নমুনা হিসাবে সবাইকে দেখাবে।
কংগ্রেস পুদুচেরিতে সর্বক্ষেত্রেই ব্যর্থ বলে দাবি করেন মোদী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement