এক্সপ্লোর
Advertisement
সরকারি চাকরি পেতে গেলে অত্যাবশ্যক হোক সেনায় ৫ বছর কাজ করা, সুপারিশ করল সংসদীয় স্থায়ী কমিটি
নয়াদিল্লি: রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকরি করতে হলে এবার থেকে অত্যাবশ্যক হতে পারে তার আগে ৫ বছর সেনায় কাজ করা। এক সংসদীয় স্থায়ী কমিটি এমনই সুপারিশ করেছে।
প্রতিরক্ষা মন্ত্রকের তৈরি করা ওই কমিটি চায়, কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগ এ ব্যাপারে একটি প্রস্তাব তৈরি করে কেন্দ্রের কাছে পেশ করুক। তাদের বক্তব্য, সরকারি চাকরির আগে যুবক যুবতীরা যদি ৫ বছর সেনায় কাজ করেন, তবে সেনারও কর্মী কম থাকার সমস্যা মিটে যাবে।
সেনার হাতে এই মুহূর্তে নির্দিষ্ট সংখ্যার থেকে ২০,০০০-এর বেশি জওয়ান ও ৭,০০০ অফিসার কম রয়েছেন। বায়ুসেনার অফিসার কম ১৫০-র মত, ১৫,০০০-এর বেশি বায়ুসেনার পদ ফাঁকা পড়ে রয়েছে। নৌসেনার ১৫০ অফিসার ও ১৫,০০০-এর মত সেনাকর্মীর পদ ফাঁকা।
উল্টোদিকে শুধু রেলওয়েতেই কাজ করেন ৩০ লাখ নাগরিক। রাজ্য সরকারি চাকরি করেন ২ কোটি মানুষ। এই সব পদে যাঁরা আবেদন করবেন তাঁদের যদি তার আগে ৫ বছর সেনায় কাজ করা অত্যাবশ্যক করা যায় তবে সেনার কাজের লোক কম থাকার সমস্যা উধাও হবে। তা ছাড়া কেন্দ্র ও রাজ্যগুলিও ৫ বছরের সেনা প্রশিক্ষণ থাকা সুশৃঙ্খল কর্মী পাবেন।
তবে প্রতিরক্ষা মন্ত্রক এই সুপারিশ নিয়ে বিশেষ উচ্চবাচ্য না করায় স্থায়ী কমিটি অসন্তুষ্ট বলে খবর। বিষয়টি তাই কর্মী ও প্রশিক্ষণ বিভাগে পাঠাচ্ছে তারা। তাদের বক্তব্য, দেশের নিরাপত্তার কারণে এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হোক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement