এক্সপ্লোর
৬ জুন কর্নাটক মন্ত্রিসভার সম্প্রসারণ, লোকসভা ভোটে জোট বেঁধে লড়বে কংগ্রেস-জেডিএস

বেঙ্গালুরু: আগামী ৬ জুন কর্নাটকে জেডিএস-কংগ্রেস জোট সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। একইসঙ্গে দুই দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের লোকসভা নির্বাচনেও কংগ্রেস এবং জেডিএস জোট বেঁধে লড়াই করবে। অর্থ দফতর নিয়ে জট বেঁধেছিল। শেষপর্যন্ত কংগ্রেস ওই দফতর ছোট শরিককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রফায় পৌঁছে যায় দুই শরিক দল। কুমারস্বামীর উপস্থিতিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল দুই দলের মধ্যে ক্ষমতার বন্টন নিয়ে সমঝোতার ঘোষণা করেন। বেণুগোপালের সঙ্গে ওই সাংবাদিক বৈঠকে ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়্গে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। বেণুগোপাল বলেছেন, রাহুল গাঁধীর নির্দেশ অনুযায়ী অর্থ দফতর জেডিএস-কে দেওয়া হয়েছে। উল্লেখ্য, জোট সরকারের দফতর বন্টন নিয়ে দুই শরিক দলের মধ্যে দড়ি টানাটানি চলছিল। এরইমধ্যে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী টেলিফোনে জেডিএস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার সঙ্গে কথা বলেন। এরপরই জেডিএসের সেক্রেটারি জেনারেল দানিশ আলি বলেন, মন্ত্রিসভা গঠন, দফতর বন্টন, অভিন্ন ন্যুনতম কর্মসূচী-সব কিছুই চূড়ান্ত হয়ে গিয়েছে। রাহুল দেবগৌড়ার সঙ্গে কথা বলেছেন। কংগ্রেস সূত্রের খবর, আমেরিকা থেকেই কর্নাটকে ক্ষমতার বন্টন নিয়ে দলের নেতাদের সঙ্গে কথা বলেন রাহুল। মা সনিয়া গাঁধীর চিকিত্সার জন্য আমেরিকায় গিয়েছেন রাহুল। এদিন বেণুগোপাল বলেছেন, রাহুল মনে করেন, দেশের সামনেই এই মুহুর্তে সময়ের দাবি জোট সরকার। ক্ষমতা বন্টনের সমঝোতা অনুযায়ী, কংগ্রেস পাবে স্বরাষ্ট্র, জলসেচ, বেঙ্গালুরু শহর উন্নয়ণ, শিল্প ও চিনি কারখানা, নগর উন্নয়ণ, গ্রামীণ উন্নয়ণ, কৃষি, আবাসন, মেডিক্যাল শিক্ষা,সমাজ কল্যাণ, বন ও পরিবেশ, শ্রমিক, খনি-র মতো দফতর। জেডিএস অর্থ ছাড়াও পাবে শুল্ক, তথ্য, যোজনা ও পরিসংখ্যান, পূর্ত্ত বিভাগ, বিদ্যুত, সমবায়, পর্যটন, শিক্ষার মতো দফতর। বাকি বিভাগগুলি নিয়ে মুখ্যমন্ত্রী কুমারস্বামী উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বেণুগোপাল। বেণুগোপাল আরও বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস ও জেডিএস জোট বেঁধে লড়াই করবে। জোট সরকার যাতে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারে তা নিশ্চিত করার কথাও যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















