এক্সপ্লোর
Advertisement
বোমা, ম্যাচেটে খুন যুব নেতা, হরতালের ডাক কেরলের কান্নুরে, 'লাল সন্ত্রাস' চালাচ্ছে সিপিএম, অভিযোগ কেরল কংগ্রেসের
কান্নুর (কেরল): কেরলে মাঝেমধ্যেই হানাহানি, সংঘর্ষ হচ্ছে সিপিএম, আরএসএসের। এর মধ্যেই কান্নুরের মাট্টানুরে খুন হলেন ব্লক যুব কংগ্রেসের সম্পাদক। ২৯ বছর বয়সি এসপি সুহেইব নামে ওই যুব কংগ্রেস নেতাকে গতকাল গভীর রাতে খুন করে গাড়ি করে আসা চার হামলাকারী। থেরুরে রাস্তার পাশের এক চায়ের দোকানে রিয়াজ, নৌশাদ নামে দুই দলীয় কর্মীর সঙ্গে বসেছিলেন। দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে তাঁদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে, ম্যাচেট নিয়েও হামলা করে। মারাত্মক জখম সুহেইবকে নিয়ে যাওয়া হয় থ্যালাসেরির ইন্দিরা গাঁধী কো অপারেটিভ হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। গত সপ্তাহে এলাকায় গন্ডগোল হয়েছিল। সুহেইব হত্যা তার জের বলে মনে করছে পুলিশ। তবে কংগ্রেসের অভিযোগ, সিপিএম ক্যাডাররাই খুন করেছে সুহেইবকে। কেউ এখনও গ্রেফতার হয়নি। তদন্ত চলছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা), ৩২৪ (মারাত্মক অস্ত্র দিয়ে ইচ্ছা করে জখম করা), ৩৪১ (অন্যায় ভাবে বাধা দেওয়া) ও ৩০২ ধারা, বিস্ফোরক আইনের নানা ধারায় মামলা দায়ের হয়েছে।
কংগ্রেস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘন্টার কান্নুর হরতালের ডাক দিয়েছে।
এতদিন রাজ্যে সিপিএমকে 'লাল সন্ত্রাস' ছড়ানোয় অভিযুক্ত করতে দেখা গিয়েছে আরএসএস, বিজেপিকেও। এবার একই অভিযোগ তুলল কংগ্রেসও। দলের ওয়ার্কিং কমিটির সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ কে অ্যান্টনির দাবি, সিপিএমের লাল সন্ত্রাসের সর্বশেষ সংযোজন গতকালের ঘটনা। পুলিশ দর্শক মাত্র। সিপিএম ফের প্রমাণ করল, তারা হিংসা ছাড়তে তৈরি নয়। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, যিনি স্বরাষ্ট্র বিভাগ নিজের হাতে রেখেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। দাবি করেন, বিজেপি ও সিপিএম রাজনৈতিক হিংসার ব্যাপারে একই মুদ্রার এপিঠ, ওপিঠ। দুজনেই হিংসার চক্র চালাচ্ছে, কার্যত রাজ্যের ঐক্য, শান্তি নষ্ট করেছে।
কেরল বিধানসভার বিরোধী নেতা রমেশ চেন্নিথালা, কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি এম এম হাসান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডিও দলীয় যুবনেতা খুনের তীব্র নিন্দা করেন। চেন্নিথালার দাবি, সিপিএম-বাম সরকার ক্ষমতায় আসার পর থেকে কান্নুরেই ২১টি 'রাজনৈতিক খুন' হয়েছে। সিপিএম জেলায় লাল সন্ত্রাস কায়েম করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement