এক্সপ্লোর
Advertisement
ফাঁস ডসিয়ার: কেন শুধু জুনেইদ, আখলাকের কথা, সাম্প্রদায়িক রং দিচ্ছে কংগ্রেস, তোপ বিজেপির
নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশনের মধ্যেই কংগ্রেসের ডসিয়ার বা তথ্যপঞ্জি ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ। সংসদে কী কী বিষয় কংগ্রেস তুলবে, তা নিয়ে দলীয় সাংসদদের হাতে দেওয়া ওই ৩২ পৃষ্ঠার তথ্যপঞ্জিকে হাতিয়ার করেছে বিজেপি। সেখানে উল্লেখ করা নানা বিষয় তুলে ইতিমধ্যেই কংগ্রেসকে তুমুল আক্রমণ করেছে কেন্দ্রের শাসক দল।
এদিন কয়েকটি টিভি চ্যানেলে 'কি ইস্যুজ টু রেইজ ইন পার্লামেন্ট' নামাঙ্কিত ওই ডসিয়ার সম্প্রচারিত হতেই আসরে নামে বিজেপি।
দলের মুখপাত্র সম্বিত মহাপাত্রের দাবি, জাতীয় নিরাপত্তার মতো বেশি প্রাসঙ্গিক ইস্যু তোলার ওপর গুরুত্ব না দিয়ে ডসিয়ারে কংগ্রেস মাথা ঘামিয়েছে গোরক্ষক, গণপিটুনির মতো বিষয়ে। কংগ্রেস বিষয়গুলিকে সাম্প্রদায়িক রং দিতে চাইছে। তাই কংগ্রেসের এই নথি আসলে সংসদ বানচাল করার ডসিয়ার। বিজেপি মুখপাত্রটি বলেন, আলোচনা, বিতর্ক সবসময়ই কাম্য, তবে সেজন্য কিছু নির্দিষ্ট নিয়ম-রীতি মানতে হয়।
তিনি অভিযোগ করেন, ফাঁস হওয়া ডসিয়ারে জুনেইদ, আখলাকের কথা রয়েছে, কিন্তু কেন শ্রীনগরে পুলিশ অফিসার আয়ুব পন্ডিতের গণপিটুনিতে প্রাণ হারানোর কোনও উল্লেখই নেই?
পাত্রের দাবি, গোয়েন্দা রিপোর্টেই বলা হয়েছে, ট্রেনে আসন দখল করা নিয়ে বচসার জেরে সংঘর্ষেই জুনেইদ প্রাণ হারিয়েছে, গোমাংস সঙ্গে রাখার জন্য তাকে মেরে ফেলা হয়েছে বলে যে দাবি করা হয়েছে, সেজন্য নয়।
তিনি এও বলেন, একবার নয়, দু-দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোরক্ষার নামে বাড়াবাড়ি, হামলার ঘটনাগুলির নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন।
কংগ্রেসের ডসিয়ার অনুসারে জাতীয় নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকারের বিষয় নয় বলে দাবি করেন পাত্র। সেইসঙ্গে কাশ্মীরে সম্প্রতি হুরিয়ত নেতাদের সঙ্গে কংগ্রেসের প্রথম সারির নেতা মনিশঙ্কর আয়ারের বৈঠকের প্রতি ইঙ্গিত করে তিনি কটাক্ষ করেন, এটা অবশ্য প্রত্যাশিতই কেননা ওদের নেতারা সন্ত্রাসবাদীদের সঙ্গে গলাগলি করতে ভালবাসেন।
প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে 'ঘাম ঝরাচ্ছেন', কিন্তু কংগ্রেস দেশের প্রগতি রুখে দিতে মরিয়া বলেও তোপ দাগেন বিজেপি মুখপাত্রটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
ক্রিকেট
Advertisement