এক্সপ্লোর
Advertisement
প্রদেশ সভাপতিদের সঙ্গে বৈঠক সনিয়ার, কোভিড মোকাবিলায় কংগ্রেসের ‘করোনা অ্যাকশন স্ট্র্যাটেজি’
দলের কর্মী ও সংগঠনের জন্য রাজ্যগুলিতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কোভিড-১৯ মোকাবিলায় কংগ্রেস তৈরি করল ‘করোনা অ্যাকশন স্ট্র্যাটেজি’। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এই অতিমারির মোকাবিলায় আরও বেশি পরীক্ষার ওপর জোর দিয়েছেন।
নয়াদিল্লি: দলের কর্মী ও সংগঠনের জন্য রাজ্যগুলিতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কোভিড-১৯ মোকাবিলায় কংগ্রেস তৈরি করল ‘করোনা অ্যাকশন স্ট্র্যাটেজি’। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এই অতিমারির মোকাবিলায় আরও বেশি পরীক্ষার ওপর জোর দিয়েছেন।
কংগ্রেস সভানেত্রী দেশে করোনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যার ব্যাপক ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র ও সেখানে কর্মরতদের জন্য বিশেষ প্যাকেজের দাবি জানিয়েছেন। একইসঙ্গে দলের কর্মীদের কাছে কৃষকদের পাশে দাঁড়াতেও বলেছেন।
এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে একটি সার্বিক কৌশল চূড়ান্ত করতে সনিয়া সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় তিন ঘন্টা ধরে আলোচনা করেন।
কংগ্রেস সভানেত্রী করোনাভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে যাঁরা লড়াই করছেন, সেই স্বাস্থ্যকর্মীদের জন্য উপযুক্ত আর্থিক ব্যবস্থা প্রনয়ণের ওপরও জোর দিয়েছেন।
কংগ্রেস কৃষকদের জন্য বিশেষ সহায়তারও দাবি জানিয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ফসল তোলা ও পরিবহণের জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে উত্পন্ন পণ্যের সঠিক ও ন্যয্য সহায়ক মূল্যের বিষয়টি কেন্দ্র ও রাজ্যসরকারগুলিকে নিশ্চিত করতে হবে।
পরবর্তী চাষের জন্য কৃষকদের পর্যাপ্ত সাহায্যদানের বিষয়টি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement