এক্সপ্লোর
Advertisement
পানামা পেপার্স: 'মহারাষ্ট্র বাঘ বাঁচাও' প্রকল্প থেকে অমিতাভকে সরানোর দাবি
মুম্বই: পানামা পেপার্স-এর ফাঁস হওয়া নথিতে নাম রয়েছে। তাই অমিতাভ বচ্চনকে মহারাষ্ট্রের বাঘ বাঁচাও প্রকল্পের দূতের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠল। মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা রাধাকৃষ্ণ ভিখে পাতিল বলেছেন, পানামা পেপার্স মামলায় নিষ্কলঙ্ক প্রমাণিত না হওয়া পর্যন্ত বচ্চনকে ব্যাঘ্র প্রকল্পের দূতের পাশাপাশি বান্দ্রা কুরলা কমপ্লেক্সকে আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রে পরিণত করার উপদেষ্টা প্যানেল থেকেও সরিয়ে দেওয়া উচিত।
গতকালই ওই প্যানেলের বৈঠকে যোগ দেন অমিতাভ।
প্রসঙ্গত, পানামা পেপার্স হল এক কোটিরও বেশি গোপন নথিপত্র যাতে রয়েছে ২ লক্ষের বেশি বিদেশি কোম্পানির নাম, যেখানে কর ফাঁকি দিয়ে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন বিশ্বের তাবড় লোকজন। তাঁদের মধ্যে নাম রয়েছে বচ্চনেরও, এমনই অভিযোগ। দু-তিনটি কোম্পানির সঙ্গে অমিতাভের যোগ থাকার দাবি উঠেছে। যদিও স্বয়ং বিগ বি তাঁর নামের অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করে এমন কোনও কোম্পানির সঙ্গেই যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন।
বিরোধী নেতাটি বলেন, পানামা পেপার্সে নাম থাকার অভিযোগ ওঠার পরও দুটি পদেই বচ্চন থেকে গেলে তা অনৈতিক কাজ হবে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তদন্তের নির্দেশ দিন। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বচ্চনকে দুটি পদ থেকেই সরিয়ে দেওয়া হোক।
তবে বিজেপি এমএলএ যোগেশ সাগর অমিতাভের মতো বলিউড মেগাস্টারের ‘দুর্নাম করার জন্য এহেন প্রচারের তীব্র নিন্দা করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement