এক্সপ্লোর
Advertisement
সকালে রেস্তোরাঁয় ছোলা বাটুরা খেয়ে রাজঘাটে অনশন কংগ্রেসের! দাবি বিজেপির, কটাক্ষ রাহুলকে
নয়াদিল্লি: রাজঘাটে রাহুল গাঁধীর অনশনের আগে ভরপেট খানা খেয়ে নিয়েছিলেন কংগ্রেস নেতারা। দাবি বিজেপির। কংগ্রেস নেতাদের সেই ভুরিভোজের ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতারা।
এ নিয়ে তুমুল বিতর্ক চলছে। দিল্লি বিজেপির নেতা হরিশ খুরানা একটি ছবি ট্যুইটারে পোস্ট করে দাবি করেন, রাজঘাটে দলিতদের ওপর নিগ্রহ, সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে প্রতিবাদ, অনশনে বসার আগে রাজধানীর এক রেস্তোরাঁয় পেট ভরে ছোলে বাটুরে খেয়েছেন কংগ্রেস নেতারা। বলেন, বা দারুণ, আমাদের কংগ্রেস নেতারা লোকজনকে অনশন কর্মসূচিতে আসতে বলছে। কিন্তু নিজেরাই রেস্তোরাঁয় ছোটা। বাটোরা খাচ্ছে।পরিষ্কার, মানুষকে বোকা বানাচ্ছে!
ছবিতে দেখা গিয়েছে, দিল্লি কংগ্রেস প্রধান অজয় মাকেন, অরবিন্দ সিংহ লাভলি ও অন্যরা রেস্তোরাঁয় জলখাবার খাচ্ছেন। ভাইরাল হওয়া সেই ছবির উল্লেখ করে রাহুল গাঁধীকে ব্যঙ্গ করেছেন সম্বিত পাত্র। বলেছেন, সকালে ছোলা বাটুরা খেয়ে অনশনে বসা কংগ্রেসের দ্বিচারিতাকে তুলে ধরছে। এরা সকালে ঘুম থেকে উঠে উপবাস করতে পারে না। ১০০ বাটুরে খাকে রাহুল চলে উপবাস করনে! কটাক্ষ করেন তিনি।
.@BJP4Delhi spokesperson @HarishKhuranna says, "Upwas main bhi ghotala (fasting scam), it shows Congress' double standard". pic.twitter.com/XQsVGtBjeg
— Muhammed Parvez Sultan Ebrahim (@theparvezsultan) April 9, 2018
বলেন, আসলে এটা ছোলা বাটুরের খিদে নয়।, ক্ষমতার খিদে। ওরা ভাগ্যিস, রেস্তোরাঁ থেকে খাওয়া সেরে একই পোশাকে অনশনমঞ্চে চলে এসেছিলেন, নয়তো বলতেন, ছবি এক বছর আগের।রাজঘাটে নিজেদের মঞ্চ থেকেই মহাত্মা গাঁধীকে উপহাস করলেন রাহুল গাঁধী।
তবে কংগ্রেস নেতা লাভলি সাফাই দেন, ছবিটা সকাল আটটার আগে তোলা।সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত প্রতীকী উপবাস ছিল, অনির্দিষ্টকালের নয়। বি্জেপির লোকজনদের এটাই সমস্যা। ঠিকমতো দেশ চালানোর পরিবর্তে ওরা কে কী খাচ্ছে, তা নিয়েই পড়ে আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement