‘কংগ্রেস-মুক্ত ভারত’ সঙ্ঘের ভাষা নয়, একটি রাজনৈতিক স্লোগান মাত্র: ভাগবত
পুণে: ‘কংগ্রেস-মুক্ত ভারত’ স্রেফ একটি রাজনৈতিক স্লোগান মাত্র। এটি সঙ্ঘের ভাষা নয়। এমনটাই জানালেন রাষ্ট্রীয় স্বয়মসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। আরএসএস-কে ‘আদর্শ’ মনে করে চলা বিজেপির শীর্ষ নেতৃত্ব হামেশাই ‘কংগ্রেস-মুক্ত ভারত’ শব্দপুঞ্জ ব্যবহার করে থাকে। এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে ভাগবত বলেন, এগুলি রাজনৈতিক স্লোগান ছাড়া কিছুই নয়। এটা আরএসএস-এর ভাষা নয়। তিনি যোগ করেন, ‘মুক্ত’ শব্দটি রাজনীতিতেই ব্যবহার করা হয়। আমরা কখনই কাউকে বাদ দেওয়ার কথা বলি না। একটি অনুষ্ঠান যোগ দিতে এসেছিলেন ভাগবত। সেখানেই তিনি বলেন, দেশ গড়ার কাজে আমাদের সকলকে সঙ্গে নিতে হবে। এমনকী, যারা আমাদের বিরোধিতা করে, তাদেরও। গত ফেব্রুয়ারি মাসে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, মহাত্মা গাঁধীর দেখা কংগ্রেস-মুক্ত ভারত গড়ার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। একইসঙ্গে, ক্ষমতায় থাকাকালীন দেশের উন্নয়নকে উপেক্ষা করে কেবলমাত্র গাঁধী পরিবারের গুণ গেয়েছে কংগ্রেস বলেও জানান তিনি। ভাগবতের মতে, পরিবর্তন আনতে ইতিবাচক মানসিকতার প্রয়োজন। নেতিবাচক মানসিকতার মানুষজন কেবলমাত্র সংঘর্ষ ও বিভাজনের কথাই ভাববেন। দেশ গড়ার কাজে এধরনের লোকের প্রয়োজন নেই। তিনি বলেন, যার নিজের ওপর, পরিবারের ওপর এবং দেশের ওপর আস্থা রয়েছে, তিনিই দেশ গড়ার কাজে আসতে পারেন।