এক্সপ্লোর
Advertisement
সংবিধানকে 'পবিত্র' বলছেন, দীনদয়ালকেও 'প্রণম্য নায়ক' বলছেন, দুটো একসঙ্গে চলে না, মোদীকে তারুর
জয়পুর: জয়পুর সাহিত্য উত্সবের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'খোঁচা' শশী তারুরের। তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ বলেছেন, কোদালকে কোদালই বলা উচিত আমাদের। আমরা এমন একটা দেশে আছি যেখানে একদিকে প্রধানমন্ত্রী বলছেন, সংবিধান তাঁর কাছে পবিত্র পুঁথি, আবার অন্যদিকে তিনিই দীনদয়াল উপাধ্যায়কে প্রণম্য নায়ক বলছেন, তাঁর লেখাপত্র, রচনা, আদর্শ পড়তে বলছেন নিজের মন্ত্রীদের। সেই উপাধ্যায়ই সংবিধানকে প্রত্যাখ্যান করেছিলেন, বিশ্বাস করতেন যে, সংবিধান ভ্রান্ত। এই দুটো পরস্পরবিরোধী কাজ। দুটো একসঙ্গে চলতে পারে না। দুটো একসঙ্গে করা, আর জনজীবনে আলোচনাকে সেই খাতে বইয়ে দেওয়াটা আমার কাছে উদ্বেগের ব্যাপার বলে মনে হয়।
তারুর বলেন, উপাধ্যায় বিশ্বাস করতেন, সংবিধান 'এই ভুল ধারণার ওপর দাঁড়িয়ে আছে যে, দেশ হল ভারতের ভূখণ্ড ও সেখানকার বসবাসকারী মানুষজন।' উনি বলতেন, এটা ঠিক নয়। দেশ ভূখণ্ড নয়, দেশ মানে একটা জাতি, সেটা হল হিন্দু জনগণ। যার মানে একটা হিন্দু রাষ্ট্র চাই এবং সংবিধানেও চাই তার প্রতিফলন। বাস্তবে অবশ্যই তা নয়। এটাই মৌলিক দ্বন্দ্ব বলে মন্তব্য করেন তারুর। বলেন, একইসঙ্গে উপাধ্যায় আর সংবিধানের জয়গান চলতে পারে না।
তিনি বলেন, সময় হয়েছে, 'তাদের নামে' যা সব হচ্ছে, সেসব চিহ্নিত করে তার বিরুদ্ধে সরব হতে হবে হিন্দুদের।
নিজেকে স্বামী বিবেকানন্দের 'ভক্ত' বলে দাবি করে তিনি বলেন, হিন্দুধর্ম কোনও চরম বিশ্বাস নয়। কী করে এমন অসাধারণ উদার ধর্মবিশ্বাসকে সংকীর্ণ পরিচিতিতে নামিয়ে আনা হল, আমার বোধগম্য হচ্ছে না।
হিন্দুধর্মকে 'প্রকৃত' হিন্দুদের হাতে ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement