Corona India Update: দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সুস্থতা, কমল দৈনিক সংক্রমণ
দৈনিক মৃত্যুতে দেশে আজ তৃতীয় স্থানে বাংলা
নয়াদিল্লি: দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু। কমল দৈনিক সংক্রমণ। দেশে দৈনিক সুস্থতার সংখ্যা বেড়েছে।
দৈনিক মৃত্যুতে দেশে আজ তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু। হয়েছে ১৮ জনের।
প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭২ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৫৭০ জনের। মোট আক্রান্ত ১ কোটি ৪ লক্ষ ১৩ হাজার ৪১৭ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৩৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২২২।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৩৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৩৪৬।
তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৭ হাজার ৩৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যা ২০ হাজার ৫৩৯। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ১৯ হাজার ৫৮৭।
দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ।
দিল্লিতে করোনার ইউকে স্ট্রেনে সংক্রমিত আরও ৪ জন। এনিয়ে রাজধানীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
এরমধ্য়েই, আজ দুয়েকটি রাজ্য বাদে দেশের সর্বত্র শুরু হচ্ছে ভ্যাকসিনের ড্রাই রান।
উত্তরপ্রদেশ, হরিয়ানা ও অরুণাচল বাদে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের ৭৩৬টা জেলায় আজ করোনা ভ্যাকসিনের ড্রাই রান হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মূলতঃ দেশের সবকটি জেলায় টিকা দেওয়ার পরিকাঠামো, টিকা সংরক্ষণ ও পরিবহণের ক্ষেত্রে কোল্ড চেন ব্যবস্থা ঠিক ভাবে কাজ করছে কিনা, তা খতিয়ে দেখতেই আজ করোনা ভ্যাকসিনের ড্রাই রানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
গোটা দেশের পাশাপাশি, আজ রাজ্যেও করোনা ভ্যাকসিনের ড্রাই রান।