(Source: ECI/ABP News/ABP Majha)
Corona Vaccine Drive Live Updates: আমফানের টাকার মত ভ্যাকসিন লুঠ করছে তৃণমূল, আক্রমণ কৈলাস বিজয়বর্গীয়র, কেন্দ্র ভ্যাকসিন দিয়ে দয়া করছে না, পাল্টা ফিরহাদ
Nationwide Corona Vaccine Drive: বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকের কটাক্ষ, বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র। অথচ সবকিছুর মতো এক্ষেত্রেও তা নিজের নামে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
LIVE
Background
কলকাতা: শনিবার সকাল ৯টা থেকে রাজ্যে শুরু হচ্ছে করোনার বিরুদ্ধে নতুন যুদ্ধ! স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সারা রাজ্যে মোটা ২১২টি ভ্যাকসিনেশন সেন্টার করা হয়েছে।
তার মধ্যে কলকাতায় রয়েছে ১৯টি। প্রতি কেন্দ্রে প্রতিদিন ১০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। ধারাবাহিক ভাবে চলবে অভিযান।
শুক্রবার সকাল সাড়ে দশটায় পুরসভার বালিগঞ্জ স্টোর থেকে কোভিশিল্ড নিয়ে রওনা দেয় ভ্যাকসিনের গাড়ি। প্রথমে গড়িয়া ও গড়ফার বরো অফিসে পৌঁছনো হয় টিকা। সেখান থেকে ভ্যাকসিন যায় এম আর বাঙুর ও কমান্ড হাসপাতাল ও খিদিরপুরের বোরো অফিসে। খিদিরপুর থেকে উত্তর কলকাতার বরো অফিসে পৌঁছয় ভ্যাকসিন ভ্যান।
এরপর বেলেঘাটা আইডি হাসপাতাল হয়ে বিসি রায় শিশু হাসপাতালে পৌঁছে দেওয়া হয় কোভিশিল্ড।
বৃহস্পতিবারের পাশাপাশি, শুক্রবারও কলকাতার বেশ কিছু সরকারি হাসপাতাল ও পুরসভার বরো অফিসে পৌঁছে দেওয়া হয় ভ্যাকসিন। এদিন কোভিশিল্ড পৌঁছে দেওয়া হয়েছে ৫টি বেসরকারি হাসপাতালেও।
১. অ্যাপোলো গ্লেনগলস্
২. টাটা মেডিক্যাল সেন্টার
৩. ঢাকুরিয়া আমরি
৪. আর এন টেগোর হাসপাতাল
৫. পিয়ালসেস হাসপাতাল
২০১১ সালের ৯ ডিসেম্বর বিধ্বংসী আগুনে ঢাকুরিয়া আমরি হাসপাতালের একটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। নব্বই জনের বেশি মানুষের মৃত্যু হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডের ন’বছর পর, করোনা ভ্যাকসিনেশনের মধ্যে দিয়ে শনিবার ফের চালু হচ্ছে ওই ভবন।
সরকারি ও বেসরকারি হাসপাতালগুলির পাশাপপাশি, তৈরি পুরসভার বরো অফিসগুলিও। পুরসভার কোল্ডচেন পয়েন্টে রাখা হয়েছে করোনার টিকা।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন জানান, 'কাল থেকে শুরু হচ্ছে। আমরা উতসবের মতো পালন করব। আপাতত পাঁচটা বরোতে হবে। পরে অন্য বরোতেও হবে।'
দেশ জুড়ে কোউইন অ্যাপে ভ্যাকসিন প্রাপকদের নাম নথিভুক্ত করা হচ্ছে। সম্ভবত সেকারণেই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তাই ভ্যাকসিন প্রাপকদের এসএমএস ও হোয়াটসঅ্যাপ করে অবহিত করা হয়েছে।
ধুরন্ধর ভাইরাস ভার্সেস মোস্ট ওয়ান্টেড ভ্যাকসিন। যুদ্ধ শুরু হতে আর বেশি বাকি নেই।