এক্সপ্লোর
Breathe ওয়েব সিরিজ দেখে আইডিয়া, অপহরণের নাটক করে বাড়ির লোকের থেকে ২ লাখ টাকা দাবি করল ২ ভাই
নাদিম কাজ করত বাবার ফার্নিচারের দোকানে, তার মনে দুঃখ, বাবা মদ খেতে দেন না, ফুর্তি করার মত অতিরিক্ত টাকাও দেন না হাতে।
নয়াদিল্লি: জীবনে যা ঘটে সিনেমায় তাই দেখায়। নাকি সিনেমায় যা দেখায় তা আমরা জীবনেও ঘটাতে চেষ্টা করি? আর এখন তো বড় পর্দার থেকেও জনপ্রিয় হয়ে উঠেছে বাড়িতে বসে ওয়েব সিরিজ দেখা। সেন্সরের কড়াকড়ি না থাকায় তাতে এমন অনেক কিছু দেখানো হচ্ছে যা বড় পর্দায় আমাদের চোখে পড়ে না। অনেকের অভিযোগ, এর ফলে উসকানি দেওয়া হচ্ছে অপরাধেও।
পুলিশ জানাচ্ছে, বিখ্যাত ওয়েব সিরিজ 'Breathe: Into the Shadows দেখে মিথ্যে অপহরণের গল্প ফাঁদার ছক কষে বছর বাইশের দুই ভাই নাদিম আর আফতাব, দুজনেই দিল্লির জাকির নগরের বাসিন্দা। নাদিম কাজ করত বাবার ফার্নিচারের দোকানে, তার মনে দুঃখ, বাবা মদ খেতে দেন না, ফুর্তি করার মত অতিরিক্ত টাকাও দেন না হাতে। দুঃখের কথা সে বলে সমবয়সী ভাই আফতাবকে। এরপর দুজনে ঠিক করে বাড়ির লোকের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করবে। ঘটনার দিন প্রথমে তারা এক মহিলার মোবাইল ফোন ছিনতাই করে। তারপর Breathe ওয়েব সিরিজের আদলে আফতাব তার বাবাকে ফোন করে বলে নাদিমকে অপহরণ করা হয়েছে, গুণ্ডারা ২ লাখ টাকা চাইছে। আফতাবের বাবা ফোন করেন পুলিশকে।
খবর পাওয়া গিয়েছে, দক্ষিণ পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার আরপি মীনা জনিয়েছেন, পুলিশ গোটা এলাকার সিসিটিভি পরীক্ষা করে ঘটনার তদন্ত শুরু করে। নাদিমের ফোন কল রেকর্ড পরীক্ষা করা হয়, দেখা যায়, সে এক বান্ধবীর সঙ্গে টানা যোগাযোগ রেখে চলেছে। মেয়েটির সঙ্গে যোগাযোগ করলে সে বলে দেয়, নাদিম ও তার তুতো ভাই আফতাবের সঙ্গে রয়েছে!
আফতাবের বাবা পুলিশে অভিযোগ করেছিলেন,তাঁর ছেলেকেও পাওয়া যাচ্ছে না। কিন্তু সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, দুটো কেন, একটা অপহরণও ঘটেনি।
এরপর পুলিশ আর একটি ফোন পায় এক মহিলার কাছ থেকে। তিনি অভিযোগ করেন, জামিয়া নগরের কাছ থেকে তাঁর মোবাইল ফোন ছিনতাই হয়েছে। সেখানকার সিসিটিভি ফুটেজ যাচাই করে পুলিশের চোখ চড়কগাছ। দেখে, ‘অপহৃত’ দুই ভাই আফতাব আর নাদিমই মহিলার মোবাইল ছিনতাই করেছে।
দুই ভাইকেই গ্রেফতার করেছে পুলিশ।
Breathe: Into the Shadows ওয়েব সিরিজ একটি ক্রাইম থ্রিলার, এতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, পরিচালনায় আছেন মায়াঙ্ক শর্মা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement