LIVE UPDATE করোনা আক্রান্ত হুগলির শ্যাওড়াফুলির প্রৌঢ়, রাজ্যে মোট আক্রান্ত ২১ জন
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৮
LIVE

Background
নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৫। এঁদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়ে উঠেছেন ৭৪ জন। অর্থাৎ ৭৯২ জন এখনও সংক্রমিত, তাঁদের দেশের ভিন্ন ভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।
উন্মুক্ত এলাকায় হেঁচে করোনা সংক্রমণ করার অভিযোগে ব্যাঙ্গালোরে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন, আসুন, এক সঙ্গে আসুন, খোলা জায়গায় হেঁচে ভাইরাস ছড়িয়ে দিন।
শুধু ইতালিতে গতকাল ৯৬৯ জনের মৃত্যু হয়েছে, সে দেশে মৃতের সংখ্যা ৯০০০ টপকে গিয়েছে। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা এর মধ্যে ১ লাখ ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ ট্রিলিয়ন ডলারের ত্রাণ প্যাকেজ মঞ্জুর করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
