COVID-19 RT-PCR Test: কোভিড-১৯ টেস্টের খরচ ৪০০ টাকায় বেঁধে দিল ওড়িশা সরকার
এক লাফে ৮০০ টাকা খরচ কমানোর ঘোষণা নবীন পট্টনায়েক প্রশাসনের
ভূবনেশ্বর: করোনা পরীক্ষার খরচ ফের কমল ওড়িশা। বেসরকারি পরীক্ষাগারে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করতে ওড়িশায় এবার সর্বোচ্চ খরচ পড়বে ৪০০ টাকা। এতদিন লাগত ১২০০ টাকা। বুধবার এই ঘোষণা করেছে নবীন পট্টনায়েক সরকার।
অগাস্টে করোনা পরীক্ষার খরচ এক ধাপ কমিয়েছিল ওড়িশা সরকার। ২২০০ টাকার বদলে ১২০০ টাকা করেছিল ওড়িশা সরকার। পাঁচ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার করোনা পরীক্ষার খরচ কমল ওড়িশায়।
মঙ্গলবার দিল্লির অরবিন্দ কেজরীবাল সরকার আরটি পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার খরচ ২৪০০ টাকা থেকে কমিয়ে ৮০০ টাকা করেছিল। তারপরের দিনই করোনা পরীক্ষার খরচ এক লাফে ৮০০ টাকা কমিয়েছে নবীন পট্টনায়েক সরকার।
ওড়িশা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে বেসরকারি সংস্থায় কোভিড পরীক্ষার খরচ সর্বোচ্চ ৪০০ টাকা। তবে এর মধ্যে জিএসটি-কে ধরা হয়নি।
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত ওড়িশায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ সক্ষ ১৯ হাজার ৫৮৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮০ জন করোনা সংক্রমিত হয়েছেন।