এক্সপ্লোর
অমরনাথ যাত্রা বাতিল নয়, প্রত্যাহার আগের বিবৃতি
অমরনাথ যাত্রা বাতিল সংক্রান্ত আদেশ প্রত্যাহার করা হল শ্রী অমরনাথজী শ্রাইন বোর্ড (এসএএসবি)-র পক্ষ থেকে। অর্থাত্, এক্ষেত্রে আগামী ২৩ জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হতে পারে।

নয়াদিল্লি: অমরনাথ যাত্রা বাতিল সংক্রান্ত আদেশ প্রত্যাহার করা হল শ্রী অমরনাথজী শ্রাইন বোর্ড (এসএএসবি)-র পক্ষ থেকে। অর্থাত্, এক্ষেত্রে আগামী ২৩ জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হতে পারে। এর আগে করোনাভাইরাস মহামারির কারণে শ্রী অমরনাথ যাত্রা স্থগিত সংক্রান্ত এক আধিকারিক বিবৃতি জারি করা হয়েছিল। এক মুখপাত্র জানিয়েছিলেন যে, এসএএসবি-র ৩৮ তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক রাজভবনে উপরাজ্যপাল জি সি মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। উপরাজ্যপাল বোর্ডের সভাপতি। বিবৃতিতে বলা হয়েছিল, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, প্রথম পূজা ও সম্পন্ন পূজা চিরাচরিত প্রথা মেনেই পালিত হবে। বিবৃতিতে বলা হয়, যাত্রা পথে ৭৭ করোনা রেড জোন রয়েছে। এর আধঘন্টার মধ্যেই দ্বিতীয় আধিকারিক বিবৃতিতে জানানো হয় যে, করোনাভাইরাস মহামারির কারণে যাত্রা স্থগিত সংক্রান্ত পূর্বেকার বিবৃতি বাতিল ও প্রত্যাহৃত বলে ধরে নিতে হবে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮০। মৃত্যু হয়েছে পাঁচ জনের। সুস্থ হয়েছ ৮১ রোগী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















