এক্সপ্লোর
গোমাংস পাচারের সন্দেহে মুরগীর খাবারের ট্রাকে আগুন, মারধর চালককে
![গোমাংস পাচারের সন্দেহে মুরগীর খাবারের ট্রাকে আগুন, মারধর চালককে Cow Vigilantes Mistake Chicken Feed For Beef Torch Truck গোমাংস পাচারের সন্দেহে মুরগীর খাবারের ট্রাকে আগুন, মারধর চালককে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/06124922/beef-india-afp-580x395-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভোপাল: গোমাংস পাচার হচ্ছে, স্রেফ এহেন সন্দেহের বশে মুরগীর খাবার নিয়ে যাওয়া ট্রাক জ্বালিয়ে দিল স্বঘোষিত গোরক্ষকরা। মারধর করল ট্রাকচালককেও। ভোপাল থেকে প্রায় ৪০ কিমি দূরের ঝোরা গ্রামের এই ঘটনায় বাবলু ঠাকুর ও গৌরব ঠাকুর নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় থানার ইনসপেক্টর এইচ সি লাডিয়া বলেছেন, ১৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হয়েছে দুজন। শোনা যাচ্ছে, অভিযুক্তরা বজরং দলের কর্মী। লাডিয়া অবশ্য বলেন, তাঁর এমন কিছু জানা নেই। তিনি যদিও বলেন, আমরা এ ঘটনায় কঠোর পদক্ষেপ করতে চলেছি।
জানা গিয়েছে, ট্রাকটি উত্তরপ্রদেশের মানপুর যাচ্ছিল। তাতে ছিল হাঁস-মুরগীর খাবার। ঝোরা গ্রামে ট্রাকটি বিকল হয়ে গেলে তার মালিক, রাজস্থানের ঢোলপুরের বাসিন্দা রাজেশ জৈন চালককে খুঁজেপেতে কোনও মেকানিককে নিয়ে আসতে পাঠান। কিন্তু ওই খাবারে নাড়িভুঁড়ি, শুকনো হাড় থাকায় তা থেকে দুর্গন্ধ বেরতে শুরু করে। ট্রাকে পাচারের জন্য গোমাংস আছে বলে সন্দেহ হয় স্থানীয় লোকজনের। তারা চড়াও হয় রাজেশের ওপর। তাঁকে মারধর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় ট্রাকে। খবর পেয়ে পুলিশ-দমকল আসে।
ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৯, ৩২৩, ৫০৬, ৪২৭ ও ৪৩৬ ধারায় মামলা দায়ের করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)