এক্সপ্লোর
Advertisement
নোট বাতিল: বিরোধীরা সমালোচনা করছেন, কারণ তাঁরা প্রস্তুতি নেওয়ার সময় পাননি, খোঁচা মোদীর
নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে সংসদের এক অনুষ্ঠানে বিরোধীদের এবার সুর চড়িয়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের উদ্দেশ্যে সরাসরি তোপ দেগে প্রধানমন্ত্রীর মন্তব্য, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করছেন বিরোধীরা, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ৫০০ ও হাজারের নোট বাতিলকে সমর্থন করছেন না তাঁরা। মোদীর মন্তব্য, ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নোট বাতিল হয়ে যাওয়ায় বিরোধীরা কালো টাকা সাদা করার সময় পাননি, বা সরিয়ে ফেলার প্রস্তুতি নিতে পারেননি।
নোট বাতিলের পক্ষে জোরালো সওয়াল করে মোদীর স্পষ্ট জবাব, কালো টাকার কারবারিদের কোনও সময় নয়। কারণ কালো টাকার দুর্নীতির বিরুদ্ধে লড়ছে দেশ। ৭০ বছর ধরে আইনের অপব্যবহার হয়েছে। কেউ কেউ বলছে সরকারের প্রস্তুতি ছিল না। ৭২ ঘণ্টা সময় দিলে কী আখের গোছাতে সুবিধা হত? তাই তিনি দাবি করেছেন, দেশের স্বার্থে এখন ডিজিটাল লেনদেনে জোর দিতে হবে মানুষকে।
আগামীকাল ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষ্যে সংসদ ভবন চত্বরে এক বই প্রকাশ অনুষ্ঠানে আজ বিরোধীদের উদ্দেশ্যে নোট বাতিল ইস্যুতে সোচ্চার হন মোদী।
তিনি আরও বলেন, প্রত্যেকের নিজের টাকা খরচের অধিকার আছে, কিন্তু এখন যেভাবে ডিজিটালাইজেশন হচ্ছে, তাতে টাকা নগদে আর খুব বেশি কারও হাতে থাকা উচিত্ নয়। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেরও লক্ষ্য অল্প কয়েকদিনের মধ্যেই এখানে ক্যাশলেস অর্থনীতি তৈরি করা।
বর্তমান যুগে হাতে নোট ছাড়াও চলা যায়। খরচ করা যায় মোবাইল ফোন থেকেও। দেশের ১০০ কোটিরও বেশি জনসাধারণের মোবাইল আছে। সমস্ত ব্যাঙ্কে রয়েছে অ্যাপ। মোবাইলের মাধ্যমেই আজকাল সহজে কেনাকাটা করা যায়। উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের ডিজিটাল লেনদেনের দিকে এগোতে হবে। সংসদে ভারতীয় সংবিধানের ডিজিটাল সংস্করণের উদ্বোধন করে বলেন প্রধানমন্ত্রী।Every person has a right to spend his or her money. No one can take anyone's money. Now people can spend through mobile technology also: PM
— PMO India (@PMOIndia) November 25, 2016
The common citizen of India has become a soldier against corruption and black money: PM @narendramodi — PMO India (@PMOIndia) November 25, 2016আগামীকাল সংবিধান দিবস হিসেবে পালন করা হবে। সেই উপলক্ষ্যে মোদীর মন্তব্য, ভারতের প্রতিটি জনসাধারণের উচিত্ সংবিধানের মাহাত্মর সঙ্গে নিজেদের যোগ রাখা, শুধুমাত্র আর্টিকেল সম্পর্কেই জানলে হবে না। তিনি মনে করেন ২৬ নভেম্বর ছাড়া ২৬ জানুয়ারি অসম্পূর্ণ।
We celebrate 26th January with great enthusiasm but we must also remember- without 26th November, we could not celebrate 26th January: PM — PMO India (@PMOIndia) November 25, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ইন্ডিয়া
Advertisement