এক্সপ্লোর
Advertisement
দাউদ সামনে এলেও দেখতে ভিড় করবে লোক! শাহরুখকে কটাক্ষ বিজয়বর্গীয়র
নয়াদিল্লি: শাহরুখ খানকে কটাক্ষ কৈলাস বিজয়বর্গীয়র। শাহরুখের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলা রইস ছবির প্রচার ঘিরে তাঁর ভক্তদের উন্মাদনা চরমে উঠেছে তিনি ছবির প্রমোশনে মুম্বই থেকে দিল্লি ট্রেন সফরে বেরনোয়। মঙ্গলবার শাহরুখকে এক ঝলক দেখতে গুজরাতের ভদোদরায় তুমুল ভিড়ের মধ্যে দম আটকে মারা যান একজন। জখম হন দুজন পুলিশকর্মীও।
সে প্রসঙ্গ তুলে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ট্যুইট করেন, আজকাল ছবির প্রচারে নতুন প্রবণতা দেখছি। কিন্তু সাধারণ মানুষের সুবিধা, অসুবিধার কথাও তো মাথায় রাখা উচিত। রেলে চেপে ছবির প্রচার করলে সাধারণ মানুষের সমস্যা হবেই। দাউদ ইব্রাহিম প্রকাশ্যে এলেও লোকে ভিড় করবে দেখার জন্য। তাই ভিড়ের বহর দিয়ে জনপ্রিয়তা মাপা যায় না। মানুষকে সমস্যায় না ফেলে ছবির প্রচার করা উচিত।
কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে ব্যঙ্গের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংশাও করেন বিজয়বর্গীয়। একটি ছবি ট্যুইটারে দিয়ে লেখেন, যে ‘রইস’ দেশের উপকারেই আসেন না, তিনি কোনও কাজের নন। ‘কাবিল’ দেশপ্রেমিকের পাশেই থাকা উচিত। এখন দেশের ‘কাবিল’ লোকজনের পালা, যাঁদের অধিকার কেড়ে নিতে পারবে না কোনও অসত্ ‘রইস’।
আরেকটি ট্যুইটে প্রধানমন্ত্রী মোদীর পাশে ‘ছেঁড়া’ কুর্তা পরা রাহুল গাঁধীর ছবি দিয়ে লেখেন, ‘কাবিল’ হলে কোনও চা বিক্রেতাও প্রধানমন্ত্রী হতে পারেন। আর রুপোর চামচ মুখে নিয়ে জন্মানো কোনও ‘রইস’ ছেঁড়া কুর্তা পরেন! হৃত্বিক রোশন অভিনীত 'কাবিল 'ছবিকে তাঁর আগে সমর্থন করা নিয়ে প্রশ্ন করা হলে বিজয়বর্গীয় বলেন, যাদের বোঝার, তারা ঠিক অর্থটা বুঝে নেবে!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
মালদা
জেলার
জেলার
Advertisement